কলকাতা: এনুমারেশন ফর্ম ফিলাপ করেও নির্বাচন কমিশনের খসড়া তালিকায় তিনি মৃত। তাই পুরসভায় ডেথ সার্টিফিকেট আনতে গেলেন ৪২ বছরের জীবিত পূর্ণ সাহা। কালনা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বাসিন্দা পূর্ণ সাহা।
১৬ নভেম্বর এনুমারেশন ফর্ম ফিলাপ করে তিনি BLO এর হাতে জমা দেন। রিসিভ কপিও রয়েছে তার কাছে। কিন্তু নির্বাচন কমিশনের খসড়া তালিকাতে দেখা যায় তার নামের পাশে লেখা মৃত। আজ দুপুরে সশরীরে পূর্ণ সাহা কালনা পুরসভাতে পৌঁছান তার ডেথ সার্টিফিকেট নিতে। গোটা ঘটনায় বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে তৃণমূল। কেন এই ঘটনা ঘটেছে তা জানানোর জন্য BLO ও AE,RO কে জানানো হয়েছে। দাবি কালনার মহকুমা শাসকের।
প্রসঙ্গত, কোচবিহারের নাটাবাড়িতে খসড়া ভোটার তালিকায় আজব কাণ্ড! এই ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি BLO। কিন্তু থেমে নেই রাজনৈতিক তরজা। সশরীরে এলাকায় রয়েছেন, অথচ তালিকায় নিখোঁজ! কোথাও আবার জলজ্যান্ত ভোটারই মৃত! খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই এমন নানা গরমিল সামনে আসছে! এবার কোচবিহারের নাটাবাড়িতেও ভোটার তালিকায় আজব কাণ্ড! সেখানে মৃতের নাম জ্বলজ্বল করছে খসড়া ভোটার তালিকায়, আর জীবিত ভোটার রাতারাতি 'ভূত' হয়ে গিয়েছেন।
নাটাবাড়ির ২০৪ নম্বর বুথ এলাকার বাসিন্দা আলিমন বেওয়া। সম্প্রতি তাঁর বোন আলিজন বেওয়ার মৃত্যু হয়েছে। কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে মৃত আলিজনের। আর জলজ্যান্ত আলিমন বেওয়াকে মৃত বলে দেখানো হয়েছে। খসড়া তালিকায় 'মৃত'-র আত্মীয় কুদ্দুস মিয়া বলেন, 'কোনওভাবে নামটা কাটা গেছে। ইনি হলেন মৃত। আর যে মারা গেছে তার নামটা আছে। অনেক চিন্তায় আছি। এখন ওঁর ভোটটা যাতে হয় তার জন্য সরকারের কাছে আবেদন করি।' নাটাবাড়ির এই জীবিত ও মৃত-কাণ্ড নিয়ে,কোনও মন্তব্য করতে চাননি BLO।
এদিকে, খসড়া ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার ১ ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির আবদুল কাদের হক বলেন, নির্বাচন কমিশন হঠাৎ করে SIR ঘোষণা করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে, অল্প সময়ের মধ্যে তারা যে কাণ্ড-কারখানা করে, আগামী দিনে বিধানসভায় বিজেপির সঙ্গে আঁতাঁত করে, তারা জয়লাভ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে, এটা আমরা ধিক্কার জানাই।'