পূর্ব বর্ধমান : এবার পূর্ব বর্ধমানে ফের BLO-র তৃণমূল যোগের অভিযোগ। বর্ধমান দক্ষিণ বিধানসভার ১৬৬ নম্বর BLO-র বিরুদ্ধে নালিশ বিজেপির। BLO ষষ্ঠী কোড়াকে সরানোর দাবি পূর্ব বর্ধমান জেলা বিজেপির।

Continues below advertisement

আরও পড়ুন, অভিষেককে নন্দীগ্রামে দাঁড় করালেও কেউ ভোট দেবে না, চ্যালেঞ্জ শুভেন্দুর

Continues below advertisement

'BLO তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন' !  

১৬৬ নম্বর BLO ষষ্ঠী কোড়া বর্ধমান পুরসভার কর্মী। '১৬৬ নম্বর বুথের BLO ষষ্ঠী কোড়া তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ও সক্রিয় তৃণমূল কর্মী। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ BLO ষষ্ঠী কোড়া। BLO তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন', BLO-কে সরানোর দাবিতে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির । সব BLO-ই কোনও না কোনও রাজনৈতিক দলের সমর্থক, দাবি তৃণমূল বিধায়কের। কমিশন কাজ দিয়েছে, নির্দেশ মেনেই কাজ করবেন, দাবি BLO-র। 

BLO-র দায়িত্বে তৃণমূলের পঞ্চায়েত সদস্য!  নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় CPM

BLO-র দায়িত্বে তৃণমূলের পঞ্চায়েত সদস্য! মালদার মানিকচকের ১৫৬ নম্বর এনায়েতপুর বুথের ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় CPM. স্কুল শিক্ষক হিসেবেই দায়িত্ব পেয়েছি। ১৫ বছর ধরে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছি, পাল্টা দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য BLO-র। একই অভিযোগ ওঠে পশ্চিম মেদিনীপুরের সবং-এও।আক্ষরিক অর্থেই একই অঙ্গে বহু রূপ!একদিকে, তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আরেক দিকে প্রাথমিক স্কুলের শিক্ষক। আবার তিনিই Booth Level Officer অর্থাৎ BLO SIR আবহে যখন BLO-দের নিয়ে চর্চার অন্ত নেই, তখন সেই চর্চার মধ্যেই বহুল চর্চিত মতিউল আনসারি। কারণ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য হয়েও তিনি আছেন BLO-দের তালিকায়।এই ঘটনায় হইচই মালদার মানিকচকের ১৫৬ নম্বর এনায়েতপুর বুথে।ওই বুথেরই BLO মতিউল। 

পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে BLO-র পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছে সিপিএম

পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে BLO-র পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছে সিপিএম। মানিকচক CPM নেতা দেবজ্যোতি সিংহ বলেন, BLO আছেন মতিউল আনসারি, তিনি একজন প্রাথমিক শিক্ষক। তিনি হচ্ছেন ১৫৬ নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেস ঘাস ফুল প্রতীকে নির্বাচিত সদস্য। নির্বাচিত সদস্যকে যদি নির্বাচনে দায়িত্ব দেয়, তার নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন ওঠে। যদিও এই অভিযোগ নিয়ে চিন্তিত নন মতিউল আনসারি।তাঁর দাবি, ২০১০ সাল থেকেই তিনি BLO-র দায়িত্ব পালন করছেন।