কলকাতা: ডুপ্লিকেট ভোটার খোঁজে তৎপর নির্বাচন কমিশন। একই নামে একাধিক ভোটার কারা? এঁরা আলাদা ব্যক্তি কি? নিশ্চিত করে তথ্য দিতে হবে BLO দের। পোর্টালে নির্দিষ্ট অপশন দেওয়া হলো আজ থেকে। BLO-র অ্যাপে দেওয়া হয়েছে ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন অপশন। এর মাধ্যমে একই নামের ব্যক্তিরা একই লোক, না আলাদা তা জানা যাবে। তথ্য যাচাইয়ের মাধ্যমে এর ফলে স্বচ্ছ তালিকা তৈরি সম্ভব বলে মনে করছে কমিশন।

Continues below advertisement

আরও পড়ুন, ইন্ডিগোর যাত্রী হয়রানি নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'উড়ান বাতিলে ক্ষতিপূরণ দেওয়া উচিত..' 

ভূত ধরতে চলছে SIR প্রক্রিয়া!কিন্তু তার মধ্য়েও কি ভোটার তালিকায় ভূতদের বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা চলছে? বারবার এই ধরনের অভিযোগ করছে বিরোধীরা!গরমিল ধরার জন্য় নির্বাচন কমিশনের কাছে বাংরবার দাবি জানাচ্ছে তারা। এই আবহেই SIR প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ১ সপ্তাহ করে সময় বাড়ানোর ফলে, ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। আর বাড়তি এই ৭ দিনে ৭ রকমভাবে ভোটারদের তথ্য যাচাইয়ের উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। DEO বা জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠানো চিঠিতে CEO দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অবজার্ভার, ERO, AERO, BLO ও তাঁদের সুপারভাইজারদের ভোটার সম্পর্কে কোন কোন ক্ষেত্র গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে। সেগুলি হল, ২০০২ সালে যাঁদের বয়স ৬০ বছর বা তার বেশি ছিল, সেই ভোটাররা যদি নিজেরাই ম্যাপিং করে থাকেন।যাদের বয়স ২০০২ সালেই ২৫ বছর বা তার বেশি ছিল এবং ২০২৫ সালে ৫০ বছর বা তার বেশি বয়স, তাঁরা যদি এনুমারেশন ফর্মে বাবা, মা বা দাদু, ঠাকুমার নামে ম্যাপিং করে থাকেন, তাহলে প্রয়োজনে ফিল্ড ভিজিট করতে হবে।এছাড়া, ২০০২-এর তালিকার সঙ্গে যদি ২০২৫-এর তালিকায় আবেদনকারীর অভিভাবকের নাম না মেলে, সেক্ষেত্রেও তথ্য যাচাই করতে হবে। প্রয়োজনে ভোটারের বাড়িতে গিয়ে কিম্বা ফোনে যোগাযোগ করতে হবে।যেসব ক্ষেত্রে ২০০২ সালের তালিকা অনুযায়ী, অভিভাবক এবং আবেদনকারীর বয়সের পার্থক্য ৪৫ বছরের বেশি অথবা ১৮ বছরের কম থাকবে, সেগুলি বিশেষভাবে যাচাই করতে হবে।  নির্বাচন কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে সব পোলিং স্টেশনে শূন্য থেকে ২০টি ‘uncollectable’ এনুমারেশন ফর্ম থেকে যাচ্ছে, সেখানে BLO-দের এন্ট্রি করা তথ্য সঠিক কিনা, তা নিশ্চিত করার জন্য বিস্তারিতভাবে যাচাই করা হবে। ২০২১ কিম্বা ২০২৪-এর মতো বিগত নির্বাচনগুলোর সময় যেসব বুথকে ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলোর ওপর বিশেষভাবে নজর রেখে তথ্য যাচাই করতে হবে।মৃত ভোটারদের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিয়ে বলা হয়েছে, জেনারেল অফ বার্থ অ্যান্ড ডেথ' থেকে এবং রেশন কার্ড বাতিলের রিপোর্ট থেকে মৃত ব্যক্তিদের তথ্য পাওয়া যায়। ERO-দের উচিত BLO-দের করা এই ধরনের এন্ট্রি করা তথ্য যাচাই করা।

Continues below advertisement