সমীরণ পাল ও দীপক ঘোষ, কলকাতা: SIR নিয়ে ঠাকুরবাড়ির মতুয়াবাড়িতে আড়াআড়ি বিভাজন। একদিকে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার বিরোধিতায় অনশনে বসেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীরা। অন্যদিকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিতে CAA ক্যাম্প খুলেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এদিকে মতুয়া সম্প্রদায়ের জন্য নাগরিকত্বের সওয়াল করে পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ও সিপিএম। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
আরও পড়ুন, রামমোহনকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, শেষমেশ দুঃখ প্রকাশ মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর
এ যেন মাইকের লড়াই, আন্দোলনের টক্কর! ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কার্যত আড়াআড়ি বিভাজন ঠাকুরনগরের মতুয়াবাড়িতে। SIR-বিরোধিতায় অনশনে বসেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীরা। ইতিমধ্যেই সেখানে সিপিএম, কংগ্রেসের নেতারা ঘুরে এলেও,অবশেষে রবিবার অনশন মঞ্চে গেলেন তৃণমূলের কোনও শীর্ষ নেতৃত্ব। রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী।এই প্রেক্ষাপটে নিজেদের অনশন-আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়ার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে চিঠি দিলেন মমতা ঠাকুর। অন্যদিকে মতুয়াবাড়িতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের আরেক অংশের তরফে অনশন আন্দোলনের বিরুদ্ধে চলছে পাল্টা প্রচার। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন বলেন, মতুয়াদের এবং উদ্বাস্তু মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন ভুল প্রচার করে এই আন্দোলনের মধ্যে দিয়ে। আমরা বিভিন্ন জেলায় সাংগঠনিক কর্মের মধ্যে দিয়ে প্রচার চালাব। নাগরিকত্ব সংক্রান্ত সহায়তায় CAA ক্যাম্প খুলেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক ও আরেক সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ তৃণমূল সাংসদ ও সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর বলেন, আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করছি। তাঁরা আজকে বিভিন্নভাবে এই অনুষ্ঠানকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে।মতুয়া সমাজকে বলব, বুঝুন আপনারা। এর প্রতিবাদ আপনাদেরই করা উচিত। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি সর্বভারতীয় সভাপতি সুবোধ বিশ্বাস বলেন, CAA নিয়ে কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে। শাসক থেকে বিরোধী। মতুয়া-মন টানতে মরিয়া সবাই।
বৃহস্পতিবার অনশন মঞ্চে গিয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী।শনিবার মতুয়া সম্প্রদায়ের স্থায়ী নাগরিকত্বের জন্য সওয়াল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন তিনি।মতুয়াবাড়িতে গিয়ে মমতা ঠাকুরের সঙ্গে দেখা করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন , বিজেপি ঘোরতর অন্যায় করছে।ভোটের অধিকার কেড়ে নেওয়ার এই প্রচেষ্টার আমরা ঘৃণ্যভাবে বিরোধিতা করছি। ওদের আন্দোলনে ওদের সঙ্গে আমরা আছি। শেষমেশ মতুয়াদের বেশি ভোট কাদের ঝুলিতে যায়, বোঝা যাবে আর কয়েক মাস পরই।