গৌতম মণ্ডল, পার্থপ্রতীম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ফর্ম ফিলআপ থেকে ডিজিটাইজেশনের ঝক্কি! ডেডলাইনের দুশ্চিন্তা! SIR আবহে, রাজ্যের একাধিক জায়গায় BLO-দের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে। আর এরই মধ্যেই, ফের অসুস্থ হয়ে পড়লেন আরও দুই BLO.

Continues below advertisement

আরও পড়ুন, 'বড় অপারেশন' হয়েছে BLO-র স্বামীর, TMC ঘনিষ্ঠর নির্দেশ অমান্যে অস্ত্রোপচারের জায়গাতেই রড দিয়ে 'বেধড়ক মার' ! SIR আবহে ভয়াবহ ঘটনা মালদায়

Continues below advertisement

যাদবপুরে অসুস্থ BLO. SSKM-এ ভর্তি নামখানার BLO.দেবাশিস দাস।মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।দক্ষিণ ২৪ পরগনার, নামখানা ব্লকের ২৭৬ নম্বর বুথের BLO হিসেবে কাজ করছিলেন।পরিবারের অভিযোগ, SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোক হয়েছে তাঁর। SSKM মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ওই BLO।অসুস্থ BLO-র ছেলে  সৌরভ দাস বলেন, ওঁর কাজের প্রেসারের জন্য উনি হঠাৎ করে পরশু দিন রাতে BDO অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় আছেন। 

অসুস্থ BLO-র স্ত্রী রিনা দাস বলেন, এ কয়েকদিন SIR-এর চাপটা খুব বেশি ছিল। উনি (পঞ্চায়েত কর্মী) বারবার করে রবিবার খুব করে ফোন করছেন.. আপনি পিছিয়ে আছেন, আপনি পিছিয়ে আছেন এটাই তো একটা বড় চাপ..ওই SIR।এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিও।সাগর  সুন্দরবন উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক  বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, মোদির সরকার সংবিধানবিরোধী নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে, SIR-এর নাম করে যে আতঙ্কের সৃষ্টি করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে।  নামখানা ব্লক ফ্রেজারগঞ্জ পঞ্চায়েত বিজেপি নেতা ও প্রধান  কাশীনাথ জানা বলেন, দীর্ঘদিন সময় পাওয়া সত্ত্বেও, ওই বুথটাতে কিন্তু কাজটা অনেকটা পিছিয়ে। SIR-এর কারণেই অসুস্থ হয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা। '

দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি কলকাতার যাদবপুরেও উঠেছে একই অভিযোগ। বৃহস্পতিবার, SIR-র কাজ চলাকালিন অসুস্থ হয়ে পড়লেন,রাসবিহারীর ২৫৬ নম্বর পার্টের BLO প্রদীপ সন্দীপ ভুক্তার।তাঁর অভিযোগ, ডিজিটাইজেশনের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। প্রশ্ন: আগের থেকে আপনার কোনও শারীরিক সমস্যা আছে? প্রদীপ সন্দীপ ভুক্তার, অসুস্থ BLO, ২৫৬ নম্বর পার্ট, রাসবিহারী: নানা কিচ্ছু ছিল না।প্রশ্ন:  তাহলে কেন হল?প্রদীপ সন্দীপ ভুক্তার, অসুস্থ BLO, ২৫৬ নম্বর পার্ট, রাসবিহারী: কাজের চাপ। এই SIR-এর কাজে যে.. ওটাই। 

 SIR-এর কাজের চাপে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য়ে BLO-র মৃত্য়ুর অভিযোগও উঠেছে। গত ২৩ দিনে দেশজুড়ে ২৫ জন BLO-র মৃত্য়ু হয়েছে। এরমধ্য়ে ৯জন আত্মহত্য়া করেছেন। সবচেয়ে বেশি BLO-র মৃত্য়ু হয়েছে মধ্য়প্রদেশে। ৮ জন। গুজরাতে ৫জন। উত্তরপ্রদেশে ৪ জন BLO-র মৃত্য়ু হয়েছে। এছাড়া রাজস্থানে ২ জন। কেরল এবং তামিলনাড়ুতে ১ জন করে BLO-র মৃত্য়ু হয়েছে।