পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ। ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইার সহায়তা ক্যাম্প তৃণমূল কংগ্রেসের। ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। 

Continues below advertisement

আরও পড়ুন, রামমোহনকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, শেষমেশ দুঃখ প্রকাশ মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর

Continues below advertisement

SIR-এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে তারা। অন্যদিকে BLO-দের একাধিক সমস্যার সমাধানের দাবিতে CEO-কে চিঠি লিখল ভোটকর্মী ও BLO-ঐক্যমঞ্চ। রাজ্যে জোরকদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এরই মধ্যে, SIR-এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

কমিশন সূত্রে খবর, সেই দলে থাকছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি S B জোশী ও মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। সূত্রের খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করবেন তাঁরা। বৈঠকে থাকবেন SIR-এর সঙ্গে যুক্ত সব আধিকারিকরাও।কারণ, এই তিন জেলাতেই SIR সংক্রান্ত কাজ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের দাবি।

এদিকে SIR-এর প্রথম দফার কাজ শেষ হওয়ার দিন যত এগিয়ে আসছে, ততই ক্ষোভ বাড়ছে BLO-দের মধ্যে। তাদের অভিযোগ, হাতে সময় কম। কিন্তু কাজের চাপ বেড়েই যাচ্ছে। যার প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান BLO-রা। এই প্রেক্ষাপটেই BLO-দের একাধিক সমস্যার সমাধানের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখল ভোটকর্মী ও BLO-ঐক্যমঞ্চ। SIR-এ ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে, CEO-কে লেখা চিঠির চার নম্বর পয়েন্টে লেখা হয়েছে, যদি তালিকায় ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম থেকে যায়, তার জন্য BLA-দের অনৈতিক কাজকেই দায়ী করা উচিত।

ভোটকর্মী ও BLO ঐক্য়মঞ্চ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, BLO-দের যে অ্যাপ দেওয়া হয়েছে, ডেটা এন্ট্রির জন্য। ৭টি জেলায় যেখানে সবচেয়ে বেশে BLA-দের চাপের কাছে কাজ করতে হবে। আমাদের বাড়িতে এসে এডিট করার সুযোগ দিন। ৪ ডিসেম্বরে কাজ শেষ না হলে, এক সপ্তাহ যেন বাড়ানো হয়। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, বিরোধীরা BLA দিতে পারছে না, তাই নানারকম অভিযোগ তুলছেন... চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ৯৮ দশমিক শূন্য ৮ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে।