রঞ্জিত হালদার, কলকাতা: ফের উত্তপ্ত ভাঙড়, গুলি চলার অভিযোগ। ভাঙড়ে তৃণমূল-ISF সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ। রক্তদান শিবির উপলক্ষে নৌশাদ সিদ্দিকির ছবি লাগানো সময় হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ISF-এর। ISF-এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সওকত মোল্লার। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ISF-এর।
আরও পড়ুন, 'জেলে বসেই তোলাবাজি জীবনকৃষ্ণ সাহার' ! অডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
তৃণমূল ও ISF-এর সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। রক্তদান শিবির উপলক্ষে ব্য়ানার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের পাকপোল। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে আইএসএফ। অন্যদিকে, ISF-এর বিরুদ্ধে পাল্টা গুলি চালানোর অভিযোগ করেছে তৃণমূল। ফের উত্তপ্ত ভাঙড়! ২৩ নভেম্বর ভাঙড়ের পাকাপোলে ISF-এর উদ্য়োগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষেই একটি তোরণে ব্য়ানার লাগাচ্ছিলেন ISF-কর্মীরা! ISF-এর অভিযোগ, সেই সময় এলাকারই তৃণমূল নেতা খইরুল ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয়। মারধর করা হয় তাঁদের কর্মীদের।
ভাঙড় ভগবানপুর ISF অঞ্চল সভাপতি আবুল ফারাক বলেন, আমরা থানার অনুমতি নিয়ে রক্তদান শিবির করব বলে আমাদের ওই পাকা রাস্তায় একটা গেট বাঁধা চলছিল। এমনকী ব্য়ানার লাগাচ্ছি। খইরুল তার দলবল এনে ওখানে যেসব ছেলেপিলে ছিল তাদের উপর আক্রমণ করেছে। আমাদের তাড়া দিয়ে ওরা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা খইরুল ইসলাম। পাল্টা এই ঘটনায় ISF-এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছেন ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। ক্যানিং পূর্ব ভাঙড়ের পর্যবেক্ষক ও তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে। জমির মালিকসহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে। ISF আশ্রিত সমাজ বিরোধীরা ২ রাউন্ড গুলি চালিয়েছে। যেভাবে গুলি চালানো হয়েছে, সেই ক্রিমিনাল, সমাজবিরোধীকে অবিলম্বে গ্রেফতার করা এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্য়বস্থা করা হোক। গত মাসেই ISF-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের কাঁটাতলা। ভোগালি ২ নম্বর অঞ্চলের ISF সভাপতি ওহিদুল মোল্লাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ISF কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে দু দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ জানাতে গেলে থানার সামনেও তৃণমূল ও ISF কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই ঘটনার দেড় মাসের ব্য়বধানে ফের উত্তপ্ত ভাঙড়! হামলার ঘটনায় ISF-তৃণমূল দুপক্ষই পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছে।