কলকাতা: SIR সংঘাতে এবার কলকাতা পুরসভাকে নিশানা শুভেন্দু অধিকারীর। 'কলকাতা পুরসভার প্রশ্রয়ে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে। SIR-এ যাঁদের নাম বাদের আশঙ্কা, তাঁদের সুবিধার্থে বার্থ সার্টিফিকেট বিলি', ভোটে কারচুপির জন্য এসব চলছে, পোস্ট শুভেন্দু অধিকারীর। জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট শুভেন্দুর। 'অনুপ্রবেশকারীদের সুবিধার্থে এই পদক্ষেপের বিরুদ্ধে তদন্ত করুক কমিশন', কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রককে ট্যাগ করে এক্স পোস্ট বিরোধী দলনেতার। 

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, SIR মামলায় কমিশনের হলফনামা তলব হাইকোর্টের, ২০০২-তে তালিকায় নাম থাকলে, নতুন করে নথি দিতে হবে না বলে নির্দেশ

অনুব্রত মণ্ডল যখন NRC ইস্যু উসকে দিচ্ছেন, তখন বার্থ সার্টিফিকেট ইস্যুতে ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির পারদ। রাজ্যে SIR আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে আগেই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। জ্ঞানেশ কুমারের কাছে এই নিয়ে নির্দিষ্ট করে অভিযোগ জানিয়ে এসেছেন শমীক ভট্টাচার্য, বিপ্লব দেব, অমিত মালব্যরা। একই ইস্যুতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীও।  এদিন এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, আমি জানতে পেরেছি কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং SIR চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য।পোস্টে জাতীয় নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিককেও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভা ডেপুটি মেয়র   অতীন ঘোষ বলেন,রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উনি যে প্রক্রিয়ায় উত্তর চেয়েছেন সেই প্রক্রিয়ায় দেব। ওনার কাছে তো কোনও ডকুমেন্ট নেই, তাহলে কীভাবে বলছে এগুলো? একটা টাইম পিরিয়ডের কথা বলছেন উনি। জন্ম বা মৃত্যু কারও হাতে থাকে না। বড়রা যদি কেই সার্টিফিকেট নিতে চায় তাহলে কোর্ট অর্ডারে পুরসভা দেয়। এখানে জন্ম হলে পুরসভা বার্থ সার্টিফিকেট দিতে বাধ্য। 

মঙ্গলবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে, জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,' CEO মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করলাম। এই ধরনের ভুয়ো জন্ম শংসাপত্র বানিয়ে, এটা পুরো ভুয়ো। আই প্য়াকের লোকেরা এসব ভুয়ো জন্ম শংসাপত্র বানিয়ে দিচ্ছে। এটা নিয়ে গিয়ে BMOH-দের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আমরা এটাও CEO অফিসে একটা কপি দিয়েছি। ' জেলার পাশাপাশি কলকাতাতেও জাল সার্টিফিকেটের রমরমা কারবার চলছে বলে, CEO-র কাছে অভিযোগ জানায় বিজেপির প্রতিনিধি দল।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন,'কলকাতা কর্পোরেশন-সহ বিভিন্ন জায়গায় যে জাল বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্বডিম্বে পরিণত হবে।  তাঁরা আমাদের বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। আপনারা এখন সহযোগিতা করুন।' আর এই নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ শানিয়েছেন ফিরহাদ হাকিম। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন, 'বার্থ সার্টিফিকেট যার রেকর্ড আছে, এটা তার অধিকার। সে অ্যাপ্লাই করলে পাবে। আর এখন টোটালটাই অনলাইনে হয়ে গেছে। সুতরাং ওনার যেরকম প্রচার, একটা ভেদাভেদকে সঙ্গ করে কমিউনালিজমের প্রচার, তার সঙ্গে কোনওরকমভাবে বাংলার রাজনীতির সম্পর্ক নেই। আর কলকাতা পুরসভা তাঁদেরই বার্থ সার্টিফিকেটের কপি দেবে, নিয়ম অনুযায়ী যাদের রেকর্ড আছে তাঁদেরই দেবে। '