পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভয়ঙ্কর পচা গলা গন্ধ পেয়েই পুলিশের সন্দেহ হয়, এ কোনও 'সাধারণ খুন' নয়! এরপর ফ্রিজ খুলতেই সেই ভয়াবহ দৃশ্য। দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়াই দেখা গিয়েছিল বেঙ্গালুরুতে। তবে এই খুনের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এল আরেক তথ্য!  মল্লেশ্বরমে তরুণী খুনে বাংলার যোগ? মূল অভিযুক্ত এ রাজ্যেরই বাসিন্দা বলে দাবি করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। 


মূল অভিযুক্ত আশরফের খোঁজে গতকালই বাংলায় এসেছে কর্ণাটক পুলিশের একটি দল। পুলিশের দাবি, বছর ছাব্বিশের মহালক্ষ্মী তাঁর লিভ-ইন-পার্টনারের হাতেই খুন হয়েছেন বলে অভিযোগ করেন নিহতের স্বামী। 


কর্ণাটক পুলিশের অনুমান, বাংলা-ওড়িশা সীমানায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত। ব্যাঙ্গালোরের মল্লেশ্বরমে থাকতেন মহালক্ষ্মী। মেয়েকে নিয়ে অন্যত্র থাকতেন তাঁর স্বামী। সম্প্রতি মহালক্ষ্মীর ফ্ল্যাটে ফ্রিজ থেকে তাঁর দেহাংশ উদ্ধার হয়। খুনের পর তরুণীর দেহ ৩০-৩২ টুকরো করা হয়েছিল বলে পুলিশের দাবি। এও জানান হয়েছে, মোবাইলের ডেটা দিয়েই অভিযুক্তর উপর নজরদারি করা হয়। মহালক্ষ্মীর ফোন থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তাঁরা। যেহেতু পুলিশ আসার প্রায় এক সপ্তাহ আগে এই খুন হয়েছে, ফলে পালিয়ে যেতে পারে ওই ব্যক্তি। 


আরও পড়ুন, 'গত বছর যা আলো ছিল, এবার তার থেকেও বেশি হবে', RG Kar আবহে জাঁকজমক উৎসবের ডাক TMC বিধায়কের



বেঙ্গালুরুর মল্লেশ্বরমে, বাড়ির ফ্রিজ থেকে ২৯ বছরের তরুণীর, ৩০ থেকে ৩২টি দেহের টুকরো উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, তরুণীর ঘরের ভিতর থেকে বিকট গন্ধ পান তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে, দরজা ভেঙে উদ্ধার করে তাঁর দেহাংশগুলি। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ৪-৫ দিন আগেই তাঁকে খুন করা হতে পারে। খুনের পিছনে তরুণীর ঘনিষ্ঠ কোনও ব্যক্তি জড়িত থাকতে পারে সন্দেহ পুলিশের। বাড়ির আশপাশের CCTV ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ২০২২-এর ১৮ মে, দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে, তাঁর দেহ ৩৫ টুকরো করেছিলেন লিভ ইন পার্টনার আফতাব।                                                                                  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে