কলকাতা : বাংলায় ভারত জোড়ো যাত্রায় (Bharat Joro Yatra) এবার বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী (Adhir Choudhury)। ২৩ জানুয়ারি, কার্শিয়ঙের গিদ্দা পাহাড়ে শেষ হবে এই পদযাত্রা। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এ রাজ্যের সব বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে, সেই তালিকায় নেই তৃণমূল (TMC)। আগে নিজেদের দল জুড়ুন। তৃণমূল কারও আমন্ত্রণের অপেক্ষা করে না, পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen)।
চিঠি পাঠানো হয়েছে, সিপিএম-সহ বামফ্রন্টের শরিক দলগুলিকে। এর আগে ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানিয়ে সিপিএম (CPIM), তৃণমূল-সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকেই চিঠি দিয়েছিলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। এদিকে গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাম-কংগ্রেস পুরনো সঙ্গী। নির্বাচনের আগে হয়তো জোট বাঁধবেন। তাই আগেই যদি একসঙ্গে হাঁটেন, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে।
এদিকে, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় বামেরা যোগ দেবেন কি না জানতে চাইলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) বলেছেন, 'ভারত জোড়ো কংগ্রেসের সফল কর্মসূচি। আমরা সাফল্য কামনা করি। আমাদের তো অনেক প্রোগ্রাম ঠিক করা আছে। দলের সঙ্গে কথা বলে ঠিক করব।'
রাহুলের ভারত জোড়ো যাত্রা
দেশজুড়ে সাম্প্রদায়িক বিভাজন রুখতে গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। বিজেপি বিরোধী একাধিক দল রাহুল গান্ধীর পদযাত্রায় পা মেলালেও তৃণমূলকে সেখানে দেখা যায়নি। তৃণমূল সাংসদ (TMC MP) শত্রুঘ্ন সিন্হা রাহুল গান্ধী এবং ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করলেও, সৌগত রায় স্পষ্টই বুঝিয়ে দেন, এক্ষেত্রে দলের অবস্থান ভিন্ন।
৩০ জানুয়ারি ভারত জোড়ো যাত্রার শেষদিনে, রাহুল গান্ধীর কর্মসূচিতে সামিল হওয়ার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সব বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছেন। তার মধ্যেও রয়েছে তৃণমূল। তবে, বাংলায় ভারত জোড়ো যাত্রার শুরুর আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিলেন, এ রাজ্যে বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও তাঁরা আওয়াজ তুলবেন। এবার অধীরের আমন্ত্রিতদের তালিকায়, সিপিএম জায়গা পেলেও, রইল না তৃণমূল!
বাংলায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বর্তমানে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে রয়েছে। এদিন সুতির D N কলেজ মোড় থেকে কর্মসূচি শুরু হয়। নিমতিতা হয়ে ভারত জোড়ো যাত্রা পৌঁছয় ধুলিয়ানের ডাকবাংলো মাঠে। আগামী ২৩ জানুয়ারি, কার্শিয়ঙের গিদ্দা পাহাড়ে শেষ হবে এই পদযাত্রা।
আরও পড়ুন- দিদির সুরক্ষাকবচের প্রচারে তৃণমূলকর্মীর ঘাড়ধাক্কা, চড়ের পর এবার 'হুমকি'!