ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বেআইনি ভাবে রোড ট্যাক্স আদায়ের অভিযোগ, বীরভূমের (Birbhum) মল্লারপুরে টোল ট্যাক্স অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। গতকাল রাতে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।


টোল ট্যাক্স অফিসের সামনে বিক্ষোভ: বিজেপির দাবি, বীরভূম জেলা পরিষদের টোকেন অনুযায়ী, মহম্মদবাজারের মাসরা-ঠাকুরপুড়া রাস্তায় টোল ট্যাক্স নেওয়ার কথা। অভিযোগ, তার বদলে বেআইনি ভাবে অন্য রাস্তায় টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। বিজেপির অভিযোগ, যে ওয়ার্ক অর্ডার রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে মাসরা ঠাকুরপুড়া থেকে গনপুর চাঁদনিমোড় রাস্তার টোল তুলতে পারবে। কিন্তু এরা প্রশাসনের চোখের সামনে প্রকাশ্য মল্লারপুর থেকে শালবাদরা যাওয়ার রাস্তায় গোয়ালা মোড়ে টোল আদায় করছে। রবিবার টোল বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ এই টোলটি সম্পূর্ণ অবৈধ। বারবার প্রশাসন কে জানানোর পরেও কোনো কাজ হয়নি। তাই এই আন্দোলন।                  


যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ টোলকর্মী। এই অভিযোগের প্রেক্ষিতে টোলের এক কর্মী বলেন, “আমরা জেলা পরিষদের নির্দেশে কাজ করি। আমাদের কাছে সব কাগজ আছে। বড় গাড়ি ১৭০ টাকা, ছোটো গাড়ি ৮০ টাকা নেওয়া হয়। প্রতিদিন এই রাস্তায় হাজারের বেশি ডাম্পার পাথর নিয়ে যাচ্ছে।’’ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বীরভূম জেলা পরিষদ। সূত্রের খবর, বীরভূমের জেলা পরিষদের দেওয়া এই টোল অনুমতি ৬ মাসের জন্য। ৩০ অক্টোবর ২০২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৪ পর্যন্ত অনুমতি রয়েছে। জেলা পরিষদ এক কোটি টাকার বেশি টাকাতে এই ৬ মাসের লিজ দিয়েছে।.


এদিকে বিডিও-র বিরুদ্ধে অসহযোগিতা, দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল প্রধান-সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। কাঁথি ২ নম্বর ব্লক অফিসের সামনে ত্রিপল বিছিয়ে মেন গেট আটকে চলছে বিক্ষোভ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিডিও। উন্নয়নের কাজে বাধা দেওয়া হয়নি। ওঁরা চাইলে জেলাশাসকের কাছে অভিযোগ জানাতে পারেন, তৃণমূলের বিক্ষোভ প্রসঙ্গে প্রতিক্রিয়া কাঁথি ২ নম্বর ব্লকের বিডিও-র। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: WB Assembly: সংসদে স্মোক-ক্যানকাণ্ডের জের, এবার রাজ্য বিধানসভায় কড়া নিরাপত্তা