প্রকাশ সিনহা, বীরভূম: গরুপাচার মামলায় সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদে হ্যাঁ অথবা না-য়ে উত্তর। সব জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish Kothari), সিবিআই (CBI) গোয়েন্দাদের কাছে দাবি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। খবর সূত্রের। গতকাল সুকন্যাকে ১ ঘণ্টা ১০ মিনিট জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সূত্রের খবর, ভোলে ব্যোম রাইস মিল ও অনুব্রত কন্যা (Anubrata Mondal) সুকন্যা যে দুটি সংস্থার ডিরেক্টর, সেই সংক্রান্ত সমস্ত নথি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি (Central Agencies) । সিবিআই (CBI) সূত্রে খবর, জানতে চাওয়া হয় অনুব্রত কন্যার নামে-বেনামে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন কি না । এবার নথি পেলে তা সামনে রেখে অনুব্রত-কন্যাকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা সিবিআইয়ের (cbi) ।
একদিনে জোড়া জিজ্ঞাসাবাদ! একদিকে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়েকে অন্যদিকে অনুব্রত’র হিসাবরক্ষক মণীশ কোঠারিকে! CBI সূত্রে খবর, অনুব্রত’র মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসা করা হয়, তাঁর নামে-বেমানে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানেন কিনা? সুকন্যার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ জমা পড়েছে, সেই টাকার উত্স কী?
তাৎপর্যপূর্ণ বিষয় হল, সিবিআই (CBI) সূত্রে দাবি জিজ্ঞাসাবাদের সময় বেশিরভাগ প্রশ্নের উত্তরেই অনুব্রত কন্যা দাবি করেছেন, যা জানার তা জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি। আর এর বাইরে একাধিক প্রশ্নের উত্তরই হ্যাঁ, কিংবা না’এ দেন অনুব্রত কন্যা । এর আগে শুক্রবারই বোলপুরের (Bolpur) অস্থায়ী সিবিআই ক্যাম্পে (CBI Camp) অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকেও (Manish Kothari) জিজ্ঞাসাবাদ করা হয় ।
আগেও তাঁর বাড়ি ও অফিসে গেছিল সিবিআই (CBI)। এবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করল। এখন প্রশ্ন উঠছে অনুব্রত কন্যা ও অনুব্রত’র হিসাবরক্ষকে জিজ্ঞাসাবাদ করে কী গুরুত্বপূর্ণ তথ্য পেল সিবিআই? সম্পত্তির জট কি খুলবে? সিবিআই খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ও হিসাবরক্ষক মনীশের থেকে বেশকিছু নথি সংগ্রহ করা হয়েছে। আগামী দিনে ফের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আরও পড়ুন: Jayram Ramesh : ‘কিছু দল নিজেদের নামের সঙ্গে কংগ্রেসকে জুড়ে রেখেছে’, নাম না করে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের