ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম : ভোট না করিয়ে অবৈধভাবে ১৪ বছর ছিলেন সমবায়ের সম্পাদকের পদে। দুর্নীতি করেছেন কয়েকশো কোটি টাকার। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ (Anubrata Mandal Aide) তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলা মিত্রর বিরুদ্ধে উঠল এমনই চাঞ্চল্যকর অভিযোগ। জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন সমবায়ের সদস্যরা। অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন ব্লক সভাপতি।
'তৃণমূলে নব জোয়ার' যাত্রার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়েছিল অভিযোগ। তারপর ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি সেই ভোলা মিত্রর (Bhola Mitra) বিরুদ্ধে উঠল সমবায় দুর্নীতির অভিযোগ। কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ জানিয়ে জেলাশাসককে চিঠি দিলেন সমিতির সদস্যরা।
বীরভূমের দুবরাজপুরের চিনপাই সমবায় সমিতির ঘটনা। সমিতির সদস্যদের অভিযোগ, গত ১৪ বছর সমবায় সমিতিতে কোনও ভোট হয়নি। বেআইনিভাবে রাজনৈতিক ক্ষমতার বলে ভোলানাথ মিত্র ১৪ বছর ধরে সম্পাদক পদে ছিলেন। অভিযোগ, কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে তাঁর সময়ে। এই মর্মে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন সমবায় সমিতির সদস্যরা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি। ভোলানাথ মিত্রর দাবি, 'কোনও দুর্নীতি হয়নি, জেলাশাসক তদন্ত করলেই বেরিয়ে যাবে।'
তৃণমূল সূত্রে খবর, বীরভূমে জনসংযোগ যাত্রায় এসে জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে ভোলা মিত্র না শোধরালে তাঁকে সরিয়ে দেওয়া হবে বলে সতর্ক করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পরে তাঁকে বীরভূমের দুবরাজপুরের ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। চিনপাই সমিতির সদস্যদের দাবি, ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর সমিতির সম্পাদক পদ থেকে সরে গিয়ে সম্পাদক পদে এক ঘনিষ্ঠকে বসান ভোলা মিত্র। সদস্যদের সই জাল করে, তাঁদের অন্ধকারে রেখে একতরফা ভাবে নতুন কমিটি নির্বাচন করা হয়।
আরও পড়ুন- রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে মোদিকে উপহার পাঠালেন মমতা, বাংলার আম গেল রাষ্ট্রপতির কাছেও
দুয়ারে প়ঞ্চায়েত ভোট। গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে বীরভূমে দলকে ঐক্য়বদ্ধ করতে উদ্যোগী হয়েছে তৃণমূল। একাধিক দুর্নীতির অভিযোগে দুবরাজপুর ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁরই ঘনিষ্ঠ ভোলা মিত্রকে। সেই ভোলা মিত্রের বিরুদ্ধেই এবার উঠল সমবায় দুর্নীতির অভিযোগ।