ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ স্পষ্ট হয়নি এখনও তবে বঙ্গজুড়ে ক্রমশ যেন গাঢ় হচ্ছে রক্তের লাল দাগ। ফের একবার রক্তাক্ত হল বীরভূম (Birbhum)। মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। প্রাণহানি, আহত হওয়ার উদ্বেগ, আতঙ্কের খবরের মাঝেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অন্য একটি তথ্যে।
স্থানীয়দের দাবি, বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় ঘটেছে বিস্ফোরণ (Bomb Blst) ! আর যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি স্থানীয় তৃণমূল (TMC) নেতার ভাই। যে খবর সামনে আসার পরই আবার শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক তরজা। যদিও উঠে আসছে অন্য একটি তত্ত্বও। যেখানে দাবি, তৃণমূল নেতার ভাই ও তাঁর সঙ্গীকে বাইকে যেতে দেখে ছোড়া হয়েছে বোমা। পুলিশের অবশ্য এখনও নিশ্চিত করে জানানো হয়নি, বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল বোমা নাকি বাইক লক্ষ্য করে উড়ে এসেছে বোমা।
বাসন্তীর পর বীরভূম
পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তাক্ত হয়েছে বাসন্তী। বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম ৪। বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এলাকায় তীব্র বারুদের গন্ধ। ৭ জনের নামে এফআইআর। বাড়িমালিক-সহ গ্রেফতার করা হয়েছে ২ জনকে। যে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বোমার আঘাতে মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, রাত ১০ টা নাগাদ মাড়গ্রামের হাসপাতাল মোড়ে ঘটে বোমা বিস্ফোরণ। তীব্র আওয়াজ পেয়ে ছুটে এসে দেখেন রাস্তায় পড়ে রয়েছেন দুই যুবক। তাঁদের রামপুরহাট হাসপাতালে (Rampurhat Hospital) নিয়ে গেলে জানা যায় একজনের মৃত্যু হয়েছে। আরও একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আহত পঞ্চায়েত প্রধানের ভাই
মৃতের নাম নিউটন শেখ। আর আহতের নাম লাল্টু শেখ। যিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই। স্থানীয়রা দাবি করেছেন, বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরণে ঘটেছে দুর্ঘটনা। পাশাপাশি জনবহুল এলাকা হাসপাতাল মোড়ে সন্ধের দিকে ঘটনাটি ঘটলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা। আর যে ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
একযোগে শাসকদলকে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করে তোলার অভিযোগ করেছে বিরোধীরা। পাল্টা তৃণমূল শিবিরের অভিযোগ বিরোধীদের দিকে। তাঁদের দাবি, রাজনৈতিক লড়াইয়ে জায়গা না পেয়ে সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে বিরোধীরা।
আরও পড়ুন- তারস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় পুলিশকেই রাস্তায় ফেলে মারধর মত্তদের