ভাস্কর মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে জেলায় জেলায় ফের উদ্ধার হল বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র। বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat), কাঁকড়তলা, সদাইপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের ডোমকল। কার্যত বোমা-বারুদের স্তূপে বাংলা। এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।
- রামপুরহাট: ২ ড্রাম বোমা উদ্ধার
- কাঁকড়তলা: আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২
- সদাইপুর: আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১
- লোকপুর: বোমা উদ্ধার
- ডোমকল: সকেট বোমা উদ্ধার
- রামপুরহাট: উদ্ধার আগ্নেয়াস্ত্র
কোথাও আগ্নেয়াস্ত্র (Fire arms), কোথাও বোমা, পঞ্চায়েত ভোটের আগে কার্যত বারুদের স্তূপে বাংলা! বীরভূমের রামপুরহাটে ফের উদ্ধার হল বোমা! নারায়ণপুর গ্রামে মাঠে ঝোপের মধ্যে ২ ড্রাম ভর্তি বোমা লুকোনো ছিল। কে বা কারা ওখানে বোমাগুলি রেখে গিয়েছিল তা নিয়ে এখনও ধন্দে পুলিশ।
এ দিন, রামপুরহাটেরই (Rampurhat) কুসুম্বায় আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ধৃত মহম্মদ শামসুজ্জামানের বাড়ি রামপুরহাটেরই ১৮ নম্বর ওয়ার্ডে। তার থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, কাঁকড়তলায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ২ দুষ্কৃতী। ঝাড়খণ্ড লাগোয়া বড়রা গ্রামের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই দুজন। তাদের থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপগান সহ ২ রাউন্ড কার্তুজ।
ধৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা বলে খবর সূত্রের । সদাইপুরের হোদলা মোড় থেকেও আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার লোকপুরের বারাবনের জঙ্গল থেকে তল্লাশি চালিয়ে ২২টি বোমা উদ্ধার করে পুলিশ। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । অন্যদিকে, মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkol) সকেট বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
এদিন, শিয়ালমারি ঘাটের পাশে, ঝোপ থেকে বালতি বোঝাই বোমা উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বাড়ছে উদ্বেগ।
আরও পড়ুন: Murshidabad: জমি-বিবাদের জের, 'পিটিয়ে খুন' তৃণমূলকর্মীকে, ফের প্রকাশ্যে 'গোষ্ঠীদ্বন্দ্ব'