রামপুরহাট: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে কড়া হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। তাঁর সাফ কথা, বাংলায় শান্তিপূর্ণ ভাবে ভোট করতে চাইছে সরকার। কিন্তু বিরোধীরা যদি উস্কানি দেয়, সে ক্ষেত্রে তাঁরাও চুপ করে বসে থাকবেন না। শাসকদলকে সাপ এবং বিরোধীদের কেঁচো বলেও উল্লেখ করলেন ফিরহাদ। 


পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার বীরভূমে যান ফিরহাদ (Birbhum News)। রামপুরহাটে সভাও করেন। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। বলেন, "তুমি শান্তি চাইলে, আমরাও শান্তিতে ভোট করতে চাইব। সরকার আমার, আমার সরকার চাইছে শান্তিতে ভোট হোক। কিন্তু তুমি কেঁচো হয়ে লাফাবে, আমি সাপ হয়ে চুপ থাকব, তা হয় না। উস্কানি দিও না। বাংলায় শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে।"


আরও পড়ুন: Panchayat Elections 2023: বছর ঘুরতেই পঞ্চায়েত নির্বাচন, একই সঙ্গে বকেয়া পৌরভোট! ফিরহাদের মন্তব্যে জল্পনা


এ দিন রামপুরহাচে জনসভাও করেন ফিরহাদ। সেখানে গরুপাচার মামলায় জেলবন্দি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়েও মুখ খোলেন তিনি। বসেন, "বনের বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন আটকে রাখতে পারবে না। বাঘ বেরিয়ে এলে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে।"


বিগত কয়েক মাসে দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। অন্য় কারও পাশে সে ভাবে না দাঁড়ালেও, বরাবর অনুব্রতর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ অনুব্রতকে বীরের সম্মানে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। দলের সাংসদ শতাব্দি রায়ের গলাতেও একই সুর শোনা গিয়েছিল।


পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই বকেয়া পৌরভোট!


একই সঙ্গে, এ দিন ফিরহাদ জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই বকেয়া পৌরভোট মিটিয়ে নেওয়া হতে পারে। তিনি বলেন,  "এটা আমাদের পঞ্চায়েতর সঙ্গে মোটামুটি একসঙ্গেই নির্বাচন করব। একটু আগে পিছবে। সারা বছর নির্বাচন নির্বাচন করলে কাজের ক্ষতি হয়। হাওড়া-বালি সাতটি আছে।" তবে ফিরহাদ সাতটি বললেও, তার বাইরেও একাধিক পৌরসভার নির্বাচন বাকি রয়েছে।


চলতি বছরের ১৩ অগাস্ট ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া এবং বুনিয়াদপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হয়ে গিয়েছে দুর্গাপুর, নলহাটি, কুর্পাস ক্যাম্প পৌরসভারও। বাকি রয়েছে বালি এবং হাওয়া পৌরসভার নির্বাচনও। আবার  বছর মে মাসেই শে। হয় কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজারি এবং কার্শিয়ং পৌরসভার।