কলকাতা: ধারাবাহিক 'গৌরী এল' (Gouri Alo)-তে নতুন মোড়। বাড়িতে ফিরে এসেছেন শৈল মা। তিনি তারাকে নিজের বন্ধু বলে জানেন। তার পরের গল্পই এবার ফুটে উঠবে ছোটপর্দায়। অন্যদিকে, বদলে গিয়েছে এই ধারাবাহিকের সম্প্রচারের সময়। এখন থেকে 'গৌরী এল'-র জায়গায় দেখা যাবে নতুন ধারাবাহিক 'ফুলকি' (Phulki)। আর 'গৌরী এল' দেখা যাবে সন্ধ্যে ৬টায়। 


জেল থেকে ছাড়া পাওয়ার পরে রাস্তায় রাস্তায় ঘুরে দিন কাটে শৈলর। রাস্তায় সে ভিক্ষা করে। দোর্দণ্ডপ্রতাপ শৈল রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় পাঁচ বছরের ছোট্ট তারার। সেই হয়ে ওঠে শৈলর সবচেয়ে কাছের বন্ধু। হঠাৎ একদিন গৌরীর বাড়িতে এসে পৌঁছয় শৈল। এবার গৌরী আর শৈলর মুখোমুখি হওয়ার পালা। কী হবে তারপর? শৈলর কী বাড়িতে ফিরে সবকিছু মনে পড়া যাবে? উত্তর দেবে ধারাবাহিকের গল্প। 


অন্যদিকে, নতুন ধারাবাহিকের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে গৌরীকে। জি বাংলার পর্দায় সন্ধে সাড়ে সাতটার স্লটে দেখা যাবে এই সিরিজ। এই ধারাবাহিকের জন্যই সময় বদল হল 'গৌরী এল' ধারাবাহিকের। তবে গল্পের উত্তেজনা কমেনি। শৈল মায়ের ফিরে আসা দিয়ে নতুন মোড় নেবে এই গল্প।


জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। রাজেন্দ্র প্রসাদ দাসের পরিচালনায় তৈরি হচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। সেখানে আঁচ পাওয়া গিয়েছে গল্পের। ধারাবাহিকে নায়িকার নাম ফুলকি ও নায়কের নাম রোহিত। দুজনেই দুই মেরুর বাসিন্দা। কীভাবে তাঁদের সম্পর্ক হবে, সেই গল্পই বলবে 'ফুলকি'। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে বার্তা দেওয়া হবে যে অতীত মানুষকে বেঁধে রাখতে পারে না। এগিয়ে যাওয়াই রীতি। নিজেকে খুঁজে পাওয়ার লড়াইতে রোহিত ঠিক কীভাবে পাশে পাবে ফুলকিকে, সেই নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। 


ধারাবাহিকে, ফুলকির চরিত্র একটি ঝলমলে মেয়ের, যে সবসময় খুশি থাকে, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় ভালবাসাকে। অন্যদিকে রোহিত একজন প্রাক্তন বক্সার। সে তার অতীতের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে চায়। দুই মেরুতে থাকা দুই মানুষের হঠাৎ দেখা এবং তারপরে বিয়ে। সবটাই একেবারে আকস্মিক। ফুলকি রোহিতের বাড়িতে এসে তাঁর পরিবারকে বোঝার চেষ্টা করে। চেষ্টা করে রোহিতের সমস্যা বুঝে, তাকে অতীতের তীক্ত অভিজ্ঞতা থেকে বের করে আনতে। সেই উত্তর দেবে ধারাবাহিক।