ঝিলম করঞ্জাই, কলকাতা: বেশিরভাগ দাবিই পূরণ হয়নি বলে অভিযোগ। গত ১৯ তারিখের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠালেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। চিঠিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।
ফের মুখ্যসচিবকে ইমেল: ফের মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। ১৯ সেপ্টেম্বরের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছেন তাঁরা। চিঠিতে উল্লেখ, থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে ও প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন করা, দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন এবং থ্রেট কালচারের মদতদাতা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টাস্কফোর্স গঠন করার পাশাপাশি, ৭ দিনের মধ্যে র্যাগিং বিরোধী কমিটি, হস্টেল কমিটি, হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন করতে হবে। স্বচ্ছ পদ্ধতিতে বদলির দাবি স্মরণ করিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
৯ অগস্ট আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তার প্রতিবাদে এবং সেই ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ১০ সেপ্টেম্বর থেকে সল্টলেকে স্বাস্থ্য়ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। গত বুধবার সুরক্ষার বিষয়টি নিয়ে ফের নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ হলেও, শেষ দিকে গিয়ে তাল কাটে। দু-পক্ষই একে অপরের কার্যবিবরণীতে সই করতে সম্মত হয়নি। বৃহস্পতিবার ভোরে জুনিয়র ডাক্তারদের তৈরি কার্যবিবরণী বা বৈঠকের 'মিনিটস' স্বাস্থ্যসচিবকে ইমেল করা হয়। এরপর গত শুক্রবার স্বাস্থ্যসচিবকে চিঠি দেন মুখ্যসচিব। ওই চিঠির পর ১১ দিনের মাথায় ধর্না প্রত্য়াহারের সিদ্ধান্ত নেন তাঁরা।
স্বাস্থ্যসচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, হাসপাতালে অন ডিউটি রুম, শৌচালয়, সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। এর পাশাপাশি, চিঠিতে বলা হয়, অবসরপ্রাপ্ত IPS ও রাজ্যের প্রাক্তন DG সুরজিৎ কর পুরকায়স্থকে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিকিওরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার। অভিযোগ সমাধানের জন্য অভ্যন্তরীণ কমিটি-সহ সব কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে। স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, নিরাপত্তারক্ষী-সহ মহিলা পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতয়েন করতে হবে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas Weather: ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণ ২৪ পরগনায় প্লাবিত নিচু এলাকা