ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নাম না করে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নীলকন্ঠ শিবের (Shiva) সঙ্গে তুলনা করলেন তৃণমূলের বীরভূম (Birbhum) জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। শুক্রবার মহম্মদবাজারে তৃণমূলের (TMC) একটি কর্মীসভায় তিনি বলেন, বীরভূমে যিনি গরল পান করতে পারবেন তিনি রাজনৈতিক প্যাঁচে পড়ে দূরে সরে আছেন।                     


মলয় মুখোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'যখন সমুদ্র মন্থন হয় তখন অমৃতের সঙ্গে গরলও উঠেছিল। অমৃত দেবতারা খেলেও গরল খাওয়ার লোক ছিল না। এখনও বর্তমানে যে অবস্থা আমাদের বীরভূম জেলার যে সেই লোক নেই। তিনি ঘটনাচক্রে রাজনৈতিক প্যাঁচে তাঁকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমরা ভাবছি বুঝি বিষ নেই।'                                                                     


মন্তব্য ঘিরে এখন বিতর্ক চরমে।                                                        


এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের মাথায় হাত রেখেছেন। অনুব্রত মুখ খুললে ওঁর মাথা হেঁট হয়ে যাবে। সেই কারণে সঙ্গী সাথীরাও ভজনা শুরু করে দিয়েছে। এরা যে ভারতীয় সংস্কৃতির কতটা পাপ, সেটা বোঝা যায় এসব কথা থেকে। অনুব্রতর মতো গরু চোর, সর্বত্র মানুষ যাকে চোর চোর বলছেন তাঁকে ভগবান শিবের সঙ্গে তুলনা করা বড় দুর্ভাগ্যের।'    


আরও পড়ুন, ধর্না দেওয়ার জন্য় মুখ্যমন্ত্রীর বেতন কাটা হবে না কেন? প্রশ্ন তুললেন DA আন্দোলনকারীরা


বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'উনি তো বললেন কে গরল পান করেছেন সেটা। কারা অমৃত পান করেছেন সেই সব দেবতাদের নাম বলুন। কালীঘাট, হাজরা না ক্যামাক স্ট্রিট কোন দেবতা তাঁরা? সেই নাম তো বলতে হবে। ভগবানকেও এরা অসম্মান করতে ছাড়ে না। গরুচোরকে ভগবানের সঙ্গে তুলনা এ রাজ্যেই সম্ভব। কয়েকশো কোটির গরল পান করেছেন অনুব্রত, আমরা জানি। অমৃতের খবরও নিতে হবে এবার।'