ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : চলন্ত ট্রেনে সহযাত্রীদের নৃশংসতার শিকার হলেন এক যুবক (Youth)। মোবাইল ফোন, টাকা ছিনতাই করে ট্রেন থেকে ধাক্কা দিয়ে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। বীরভূমের (Birbhum) নলহাটিতে রেললাইন থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করলেন স্থানীয়রা। রেল যাত্রীদের নিরাপত্তা কোথায় ? উঠছে প্রশ্ন। 


ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ধাক্কা


ফের ছিনতাইয়ের পর মারধর করে যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ! বীরভূমের নলহাটিতে রেললাইন থেকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করলেন স্থানীয়রা। আক্রান্ত শিপুল নাথ ত্রিপুরার রাজবাড়ি এলাকার বাসিন্দা। গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে ৪ বন্ধু মিলে আগরতলা থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, ট্রেনে কয়েকজনের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। তারপরই তাঁরা বেধড়ক মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। মোবাইল ফোন (Mobile Phone), টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাঁকে। 


ট্রেনেও বারবার হামলা


স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে (Rampurhat Medical College) ভর্তি করেন। বাকি তিন বন্ধু কোথায় কীভাবে আছেন, এখনও জানেন না শিপুল। চলতি বছরের শুরুতে বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস চালুর (Vande Bharat Express) পর একাধিক বার পাথর হামলার অভিযোগ ওঠে। যা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি ! সেই ঘটনাপ্রবাহের রেশ কাটতে না কাটতেই এবার চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, আরও একবার রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। 


আরও পড়ুন- বিয়ে করতে চেয়ে ছাত্রীর মাকে ফোন শিক্ষকের ! স্কুল তুলে নেওয়ায় বসেই বসেই বেতন


কিছুদিন আগেই দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Railways) হাওড়া-খড়গপুর শাখায় (Howrah-Kharagpore Line) লাইনচ্যুত হল হাওড়ামুখী লোকাল ট্রেনের একটি কামরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের তুলে দেওয়া হয়। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ (Railway Authority)। ঝাঁকুনি দিয়ে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি ট্রেন থেকে সবাই নেমে পড়েন। প্রবল উদ্বেগ তৈরি হয় সকলের মধ্যে। খবর পেয়ে ছুটে আসেন রেলের আধিকারিকরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের হাওড়ার উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সৌভাগ্যবশত কোনও যাত্রী সেভাবে আহত হননি।