ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: ফের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC inner clash) অভিযোগ তৃণমূলে (TMC), এবার বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরী গ্রামে ঘটনাটি ঘটে। তাতে দলেরই এক কর্মী আহত (injury) বলে খবর।
কী হয়েছে?
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী বিপত্তারণ ভাণ্ডারি-সহ চার জন বাসহরী গ্রাম থেকে ওই পঞ্চায়েতেরই সেকেন্দ্রাপুর গ্রামে যাচ্ছিলেন। পদুমার প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি মুকুল মণ্ডলের বাড়িতে অগ্রহায়ণে কালীপুজোর অনুষ্ঠানের জন্য চাঁদা আনতেই তাঁরা বেরিয়েছিলেন বলে খবর। কিন্তু কিছুটা দূরে বসহরী গ্রামেই তাঁদের পথ আটকান পদুমার বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের লোকজন, অন্তত তেমনই অভিযোগ। প্রায় ৩০ থেকে ৩৫ জন লাঠি, রড ও টাঙ্গি নিয়ে তাঁদের উপর চড়াও হয়েছে বলে দাবি। তাঁদের মধ্যে বিপত্তারণ ভাণ্ডারিকে গুরুতর আহত অবস্থায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাঁকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। বিপত্তারণের দুই পা ও এক হাতে আঘাত গুরুতর। মাথাতেও আঘাত লেগেছে। সেখানে সেলাই করতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পাশাপাশি, তাঁর পিঠেও আঘাত বেশ গুরুতর। বিপত্তারণ ভাণ্ডারির সঙ্গে থাকা অন্যান্যরা মার খেয়ে কোনওক্রমে পালিয়ে যান বলে জানান।
আগেও ঘটেছে...
দলের মধ্য়ে গোষ্ঠীকোন্দলের অভিযোগ নতুন নয় তৃণমূলে। চলতি মাসের গোড়াতেই মালদার চাঁচলেও প্রকাশ্যে এসেছিল এমনই একটি বিষয়। অঞ্চল ও ব্লক কমিটি গঠন নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল সেবার। বিধায়কের বিরুদ্ধে ঠিকাদার নিয়ে দল পরিচালনা করার অভিযোগ আনেন মালদা জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির কাছে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান সামিউল। পাল্টা সামিউলকে কটাক্ষ করেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষের। বলেন, "যারা বিধানসভা নির্বাচনে বিরোধীদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল ,মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট করেছিল, তাদের মুখে এ কথা শোভা পায় না।" পঞ্চায়েত নির্বাচনের আগে কে টিকিট পাবেন, দল কাকে টিকিট দেবে, তা নিয়েই তৃণমূলের অন্দরে কলহ শুরু হয় বলে শোনা গিয়েছে। পরদিনই কোচবিহারে অঞ্চল সভাপতিকে নিয়ে সংঘাতের কথা শোনা যায়। মাথাভাঙা ২ নম্বর ব্লকের ফুলবাড়ি, রুইডাঙার পর বড় শৌলমারি অঞ্চলে নতুন তৃণমূল সভাপতিকে অপসারণের দাবিতে অঞ্চল কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মীদের একাংশ। দল নির্বাচিত করেছে, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, প্রতিক্রিয়া নতুন অঞ্চল সভাপতির।
আরও পড়ুন:১০০ দিনের কাজ প্রকল্পে একাধিক দুর্নীতি, আদালতে সরব শুভেন্দু