বীরভূম: মমতার নেতৃত্বে বীরভূমে একান্ত বৈঠকের পরেই ২৪ ঘণ্টার মধ্যেই বদলাল ছবি। জেলা সভাপতির পদ হারানোর পরে ফের পদোন্নতি অনুব্রত মণ্ডলের।  কোর কমিটির কনভেনার করা হল অনুব্রত মণ্ডলকে।

আরও পড়ুন, 'হাতজোড় করে ক্ষমা চান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী', '২৬জনকে গুলি করে চার জন জঙ্গি কী করে হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল' প্রশ্ন কল্যাণের

মূলত এদিন বোলপুরে পদযাত্রার পরেই অনুব্রত-কাজলদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'অনুব্রতর সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে কাজ করার নির্দেশ। ২জনই সিনিয়র লিডার, সামনে ভোট, একসঙ্গে কাজ করতে হবে। সামনে ভোট, বাইরে কোনও মন্তব্য করা যাবে না', বীরভূমে কোর কমিটির বৈঠকে কড়া বার্তা দেন মমতা। উল্লেখ্য, বীরভূমে কোর কমিটি বেড়ে ১০, আরেক নতুন সদস্য রবি মুর্মু। 

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বীরভূম সফরের মধ্য়েই অনুব্রত মণ্ডলের 'প্রোমোশন' হল তাঁর জেলা সভাপতির পদ বিলুপ্ত হয়েছিল গত মে মাসে। ২ মাসের মাথায় অনুব্রত মণ্ডলকে বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক করলেন তৃণমূল নেত্রী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কার্যত ঘনিষ্ঠ অনুগামী কেষ্টর হাতেই ফের একবার বীরভূমের ব্য়াটন তুলে দিলেন তিনি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য়দের সঙ্গে বৈঠকে বসেন।

সূত্রের খবর, সেখানে তিনি বলেন, আশিস বন্দ্য়োপাধ্য়ায় এবং অনুব্রত মণ্ডল কোর কমিটির প্রবীণ সদস্য। তাঁরা যৌথভাবে কাজ করবেন। সামনে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, বাইরে কোনও বেঁফাস মন্তব্য করবেন না। বিতর্ক এড়িয়ে চলুন। IC-কে এই কদর্য আক্রমণের পরও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও কড়া ব্য়বস্থা নেয়নি তৃণমূল। পুলিশ অফিসারকে অশ্রাব্য় ভাষায় গালিগালাজের পর অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে কি না, এই জল্পনার মধ্য়েই, অনুব্রত মণ্ডলকে প্রোমোশন দিয়ে কোর কমিটির আহ্বায়ক করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

এই ইস্যুতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রতিক্রিয়া দিয়ে বলেন, ' তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি আরেকবার তার দলের রুচিকে, প্রতিষ্ঠা করলেন। অনুব্রতর মতন লোকেরাই যে তৃণমূল কংগ্রেসের সম্পদ, পরিষ্কার হয়ে গেল, এই সিদ্ধান্তর মধ্য দিয়ে। .. বিধায়ক হিসেবে আমি, আমাদের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে চিনি, দেখেছি। তিনি অধ্যাপক মানুষ। তাহলে একজন অধ্যাপককে নির্দেশ দেওয়া হচ্ছে, একজন জেল খাটা আসামীর কথা শুনে চলতে।  আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে, এই ধরণের মানুসিকতার মানুষ, যারা ওনাকে ভোট দেন, এখন পর্যন্ত, তাঁরা এটা জেনেই দেন।এই জায়গা থেকে মানুষ যদি বেরিয়ে না আসতে পারে, রাজ্যের নরকদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বতে অবসম্ভাবী।'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)