এরশাদ আলম, বীরভূম: পুরভোটের (Municipality Election) আগে বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায় (Sanithiya) বিজেপি (BJP) নেতার বাড়িতে হামলা। দরজা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। 

জানলার কাচ ভেঙে চুরমার। উঠোন জুড়ে ছড়িয়ে কাচের টুকরো আর আধলা ইট। ঘর জুড়ে তাণ্ডবের চিহ্ন। পুরভোটের মুখে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায়। 

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। সাঁইথিয়া পুরসভার নির্বাচন পরিচালন কমিটির সদস্য তিনি। বিজেপি নেতার বাড়ি সাঁইথিয়ার এক নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায়। 

আরও পড়ুন: Murshidabad TMC: মুশির্দাবাদে শাসক শিবিরেই কোন্দল, তৃণমূলের টিকিট না পাওয়ায় বিতর্ক চরমে

অভিযোগ, রবিবার রাত পৌনে এগারোটা নাগাদ প্রায় জনা কুড়ি দুষ্কৃতী বিজেপি নেতার বাড়ির সামনে চড়াও হয়ে ইট পাথর ছুড়তে শুরু করে। অভিযোগ, গ্রিলের গেটের হ্যাজবোল্ট ভেঙে ঘরের ভিতরে ঢুকে আসে কয়েকজন দুষ্কৃতী।তারপরই শুরু হয় ভাঙচুর। 

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, রাতে এসে বলে বাইরে বেরো। না বেরনোয় লোহার দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। জানলা দরজার কাচ ভাঙা হয়।

রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হামলার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। যদিওঅভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। 

বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহার কথায়, সাঁইথিয়া পুরসভা ভোটের আগে বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখাতেই এই হামলা। প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা এসব করছে।

সাঁইথিয়া তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি দেবাশিস সাহা এ প্রসঙ্গে বলেন, এরকম কোনও ঘটনা ঘটে থাকলে তৃণমূল জড়িত নয়। বেশ কিছুদিন ধরে বিজেপির নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করছে। সেকারণে এই সব অভিযোগ। যতদূর জানি সরস্বতী পুজোর চাঁদা নিয়ে গণ্ডগোল। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি ১৬ ওয়ার্ডের সাঁইথিয়া পুরসভায় ভোটগ্রহণ।