নান্টু পাল, বীরভূম: পুরভোটের মুখে ফের অশান্তির আবহ বীরভূমে। রামপুরহাট (Rampurhat) পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর (BJP candidate) বাড়িতে হামলা হয় গতকাল রাতে। সেই হামলার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল।

অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডল ও তাঁর ভাইয়ের বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। ইঁট ছুড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রাতেই রামপুরহাট থানার পুলিশ যায় ঘটনাস্থলে। তবে বিজেপি প্রার্থীর এই অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

অন্যদিকে ভোটের আগে প্রার্থীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল মুর্শিদাবাদের বহরমপুরেও। সেখানকার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, গতকাল রাতে কংগ্রেস প্রার্থী স্বপন কর্মকারের বাড়িত হানা দেয় কয়েকজন দুষ্কৃতী। ভাঙা হয় বাড়ির দরজা। বাইরে থেকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এরপরই রাতেই বহরমপুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে। তবে কেন, কারা এই ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

রাজ্যের অন্য প্রান্তে মহেশতলা পুরসভাতে তৃণমূলের (TMC) প্রার্থী-বিভ্রান্তির ছবি। ৩৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন দিলেন না তৃণমূলের দুই তালিকায় নাম থাকা প্রার্থী। আর মনোনয়ন (Nomination) দিলেন যিনি, তাঁর নাম নেই কোনও তালিকাতেই।

আরও পড়ুন: Purba Burdwan Crime News : মত্ত যুবকদের বাধা দেওয়ায় বেধড়ক মারধর, কাটোয়ায় প্রাণ গেল প্রতিবাদী যুবকের

দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবার এবং বজবজ পুরসভায় শীর্ষ তৃণমূল নেতৃত্বের অনুমোদিত তালিকায় নাম থাকা একজন প্রার্থীও মনোনয়ন দেননি। ২ পুরসভার সবক'টি ওয়ার্ডে মনোনয়ন দিয়েছেন প্রথম তালিকার প্রার্থীরা। 

এই প্রেক্ষাপটে মহেশতলা পুরসভায় দেখা গেল অন্য ছবি। তৃণমূলের প্রথম তালিকা এবং চূড়ান্ত তালিকা, দু'টিতেই ৩৪ নম্বর ওয়ার্ডে নাম ছিল জগন্ময় পালের। কিন্তু, তিনি মনোনয়নই পেশ করেননি।