আবীর ইসলাম, বোলপুর : 'নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন।' বীরভূমের (Birbhum) ইলামবাজারে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় এভাবেই তৃণমূল কর্মীদের (TMC Workers) সতর্ক করে দিলেন বোলপুরের বিধায়ক ও মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা (Chandranath Sinha)। এই বক্তব্যের ভাইরাল ভিডিয়ো (Viral Video) ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দলীয় সভায় মন্ত্রী বলেন, ২০২৪-এর লোকসভা ভোটের জমি এখন থেকেই প্রস্তুত করতে হবে। তাই নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন। নিজেদের মধ্যে ভাব ভালবাসা রাখুন। আমরা জিতবই এবং বেশি করে জিতব।


কী বলছে বিজেপি ?


যদিও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের কটাক্ষ, কাটমানি, তোলাবাজির ভাগ পেতে তৃণমূলে সবাই নেতা হতে চায়। তাই নিয়েই কোন্দল। এনিয়ে বিজেপির সহ সভাপতি সুব্রত চট্টরাজ বলেন, যে পদে থাকবে, সে টাকা তুলবে। যে পদ দেবে, তাকেও ভাগ দেবে। তাই মন্ত্রীর কাছে যাবে, নাকি জেলা সভাপতির কাছে যাবে, নাকি ওদের সংগঠনের উঁচু লোকের কাছে যাবে- এটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু, আগামীদিনে এই রেষারেষিকে কেন্দ্র করে তৃণমূলটা উচ্ছন্নে যাবে এবং ওদের দুর্নীতি ওদের শেষ করবে। 


আরও পড়ুন ; রাস্তায় ওভারলোডেড গাড়ি, প্রশাসনকেই 'নিশানা' খোদ তৃণমূল নেতার


যদিও মন্ত্রীর দাবি, ইলামবাজারের জয়দেব এলাকায় অঞ্চল সভাপতি পদ নিয়ে দলের মধ্যে রেষারেষি শুরু হয়েছে, সেই কারণেই তাঁর ওই মন্তব্য।


প্রসঙ্গত, দিনকয়েক আগে নলহাটিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় অপর এক তৃণমূল নেতার বক্তব্য নিয়ে শুরু হয়েছিল চর্চা। সেবার অবশ্য তিনি পুলিশ প্রশাসনকে একহাত নিয়েছিলেন। ওভারলোডেড গাড়ি চলাচল নিয়ে এবার পুলিশ-প্রশাসনকে নিশানা করেন খোদ তৃণমূল নেতা।


নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারী বলেছিলেন, রাস্তায় ওভারলোডেড গাড়ি দেখেই বোঝা যায় পুলিশ-প্রশাসন কেমন কাজ করছে। প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত বলেও তোপ দাগেন তৃণমূল নেতা। তৃণমূল ব্লক সভাপতি কোন প্রসঙ্গে এ কথা বলেছেন খোঁজ নিয়ে জানা হবে, প্রতিক্রিয়া দেন জেলা তৃণমূল নেতৃত্ব।