নান্টু পাল, বীরভূম: ওভারলোডেড গাড়ি চলাচল নিয়ে এবার পুলিশ-প্রশাসনকে নিশানা করলেন খোদ তৃণমূল নেতা (Tmc Leader)। গতকাল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বীরভূমের (Birbhum) নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারী বলেন, রাস্তায় ওভারলোডেড গাড়ি দেখেই বোঝা যায় পুলিশ-প্রশাসন কেমন কাজ করছে। প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত বলেও তোপ দাগেন তৃণমূল নেতা। তৃণমূল ব্লক সভাপতি কোন প্রসঙ্গে এ কথা বলেছেন খোঁজ নিয়ে জানা হবে, প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। শাসকদলের মদতেই চলছে এই কারবার, কটাক্ষ বিজেপির। ওভারলোডেড গাড়ি চলাচল নিয়ে ব্যক্তিগত মতপ্রকাশ করেছেন তৃণমূল নেতা, প্রতিক্রিয়া বিডিও-র। 


প্রশাসনকেই নিশানা


নলহাটি ২ এর তৃণমূলের ব্লক সভাপতি বিভাস অধিকারী জানিয়েছেন, "রাস্তায় ওভার লোড গাড়ি চলছে কি না চলছে, তাই দেখে বোঝা যায়, আমার থানার ওসিরা কেমন। এখানকার বিডিও কেমন। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি কেমন। এখানকার এসপি কেমন, ডিএম কেমন।''


এদিকে, খোদ শাসকদলের নেতাই প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলায় অস্বস্তিতে পড়েছে দল। বীরভূমের তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, "জানি না পুরো বিষয়টি। কিন্তু উনি যদি এমন কথা বলে থাকেন, তবে কেন হঠাৎ এমন কথা বললেন, তা খতিয়ে দেখব।''


উল্লেখ্য, বুধবার নলহাটির লোহাপুর মোড়ে তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। আর সেই সভামঞ্চ থেকে জেলার পুলিশ প্রশাসনের একাংশকে আক্রমণ করেন ব্লক তৃণমূল সভাপতি। 


নলহাটিতে একাধিক পাথর খাদান ও ক্র্যাশার রয়েছে। সেখান থেকে প্রতিদিন শয়ে শয়ে ট্রাক পাথর বোঝাই করে রাজ্যের বিভিন্ন অংশে যায়। স্থানীয়দের অভিযোগ, সেইসব ট্রাকে বহনক্ষমতার থেকে বেশি মাল নেওয়ায়, রাস্তার যেমন ক্ষতি হয়, তেমনি বিভিন্ন সময় ঘটে দুর্ঘটনা। পাশাপাশি ক্ষতি হয় সরকারি রাজস্বেরও। 


কয়েকমাস আগেই ট্রাকের ওভারলোডিং বন্ধে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে এদিন ওভারলোডিংয়ের জন্য পুলিশ ও প্রশাসনকেই দায়ী করলেন তৃণমূল নেতা। 


আরও পড়ুন: পাহাড়ে মমতার হাতের মোমো, ফেরার আগে ফের অন্য মেজাজে মুখ্যমন্ত্রী