আবির ইসলাম, লাভপুর (বীরভূম): লাভপুরে (Labpur) গ্রামীণ মেলায় চলন্ত অবস্থায় ভেঙে পড়ল নাগরদোলা। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ কিশোরীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৈধ অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার পর লাভপুর থানার নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে মেলা। 


কলকাতার মৌলালির পর এবার বীরভূমের লাভপুর। ফের দুর্ঘটনা মেলায়! এবার নাগরদোলা ভেঙে আহত হল ৫ কিশোরী। এক নিমেষেই মেলার আনন্দ বদলে গেল আতঙ্কের পরিবেশে। রবিবার মৌলালির (Moulali) রামলীলা পার্কে (Ramleela Park) নাগরদোলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন তরুণী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, বীরভূমের (Birbhum) লাভপুরে চলন্ত অবস্থায় হুড়মুড় করে ভেঙে পড়ল প্রায় দোতলা সমান নাগরদোলা।


চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছে ৫ কিশোরী। স্থানীয় সূত্রে খবর, মনসাপুজো উপলক্ষে বিপ্রটিকুরি গ্রামে আয়োজন করা হয়েছিল মেলার। সোমবার রাত ৯টা নাগাদ। আচমকাই ভেঙে পড়ে নাগরদোলা। সন্তোষী হাজরা নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা হঠাৎ দেখতে পাই হুড়মুড় করে নাগরদোলা ভেঙে পড়ল। সবাই ছুটোছুটি শুরু করল। আমার তো এসব দেখেই ভয় লাগছে।


আহত ৫ কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ প্রসঙ্গে আরও এক আহত বাসিন্দা বলছেন, 'আমি নাগরদোলায় চড়েছিলাম। হঠাৎ চলতে চলতে ভেঙে পড়ে। আমার পায়ে লেগেছে'। 


আরও পড়ুন: Bankura News: খোলা তারে জোড়া মৃত্যুতে সরানো হল স্টেশন ম্যানেজারকে, নির্দেশ রাজ্য বিদ্যুৎ দফতরের


মেলার আয়োজনে কোনও বৈধ অনুমতি ছিল না, স্বীকার করে নিয়েছেন এলাকার বিডিও। লাভপুরের বিডিও সন্তু দাস এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রশাসনের থেকে অনুমতি নেওয়া হয়নি। এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সচেতনতা প্রচার চলবে। দুর্ঘটনার পরই মেলা বন্ধ করে দেয় লাভপুর থানার পুলিশ।  কার গাফিলতিতে এমন দুর্ঘটনা খতিয়ে দেখছে লাভপুর থানা (Labpur Police Station)।