বীরভূম: ২ মাসের জেলজীবনে ৯ কেজি ওজন কমল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। চিকিত্‍সকরা জানিয়েছেন, তাঁর নতুন করে কোনও শারীরিক সমস্যা হয়নি। আগের ওষুধই চলবে। শনিবার ফের আসানসোল CBI কোর্টে তোলা হবে তাঁকে।


বিগত বছরগুলোয়, এই সময়, কালীপুজোয় মগ্ন থাকতেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।  গতবছরও ৫৭০ ভরি সোনার গয়নায় সেজে উঠেছিল, বীরভূমের ‘কেষ্ট কালী’। নিজে হাতে প্রতিমার গয়না পরাতেন অনুব্রত।সেই অনুব্রতর এবারের কালীপুজো কাটল জেলে! গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে অনুব্রতর ঠিকানা, আসানসোল জেল। গত ২৫ অগাস্ট, তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ঠিক দু’মাসের মাথায়, মঙ্গলবার, ফের হল অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতাল সূত্রে খবর,  ২ মাস আগে, যখন তাঁর চেক আপ হয়, তখন ওজন ছিল, ১১০ কেজি। আর এদিন দেখা গেল, ওজন হয়েছে ১০১ কেজি! অর্থাত্‍, ৬০ দিনে অনুব্রত’র ওজন কমেছে ৯ কেজি।


জেলে গিয়ে ওজন কমেছিল, আরেক হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়েরও।SSC দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর, ১২ দিনে ৩ কেজি ওজন কমেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ২৫ জুলাই, তাঁকে যখন ভুবনেশ্বরের AIIMS-এ নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন তাঁর ওজন ছিল ১১১ কেজি। আর ৫ অগাস্ট, ESI-এর রিপোর্টে উল্লেখ করা হয়, পার্থর ওজন কমে দাঁড়িয়েছে ১০৮ কেজি! মঙ্গলবার, অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষার সময়, আসানসোল জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন, ইমার্জেন্সি বিভাগের ২ চিকিত্‍সক, একজন জেনারেল ফিজিসিয়ান ও ১ সার্জেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, নতুন করে কোনও শারীরিক সমস্যা হয়নি অনুব্রতর। এদিন, হাসপাতাল থেকে জেলে ফেরার সময়, একাধিক প্রশ্নের সম্মুখীন হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তবে, প্রশ্নের উত্তর দেননি তিনি। শনিবার ফের আসানসোল CBI কোর্টে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। 


আরও পড়ুন, মাথার পিছনে আঘাত, সিঁথিতে ছেলের হাতে বাবা 'খুন'


প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে নেমে কয়েক মাস আগে সিবিআই গ্রেফতার করা হয় সাগলকে। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর এবং পরিবারের সদস্যদের কোটি কোটি টাকা সম্পত্তির হিসেব মিলে বলে  তদন্তে উঠে আসে। এর পর   সায়গলের হেফাজতে নিয়েছে ইডি। তার পর সিবিআই-এর কাছ থেকে বিশদ রিপোর্ট চায় তারা। সেই অনুযায়ী ৫০০ পাতার একটি নথি ইডি-র হাতে তুলে দিয়েছে সিবিআই। তাতে সায়গলের যাবতীয় সম্পত্তি, তাঁর পরিবারের সম্পত্তির হিসেব রয়েছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে সায়গলের সংযোগ সংক্রান্ত তথ্য রয়েছে তাতে। সায়গলকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করে ইডি। গত ১৭ অক্টোবর সায়গলের বিরুদ্ধে পরোয়ানা জারি করে রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও ধাক্কা খান সায়গল। প্রধান বিচারপতির বেঞ্চ সায়গলের আবেদন খারিজ করার পর, আসানসোল জেল থেকে অনুব্রতর দেহরক্ষীকে দিল্লি নিয়ে যাওয়া হয়।