এরশাদ আলম, বীরভূম: বর্ষার মরসুম শুরু হতেই অভিযোগ উঠল রাসায়নিক সারে দুর্নীতির। সরকারি ধার্য মূল্যে সার দেওয়ার নামে লোক ঠকানোর অভিযোগ উঠল কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সিউড়ির (Suri) ২ ব্লকের গোয়ালগ্রামে।


সারে দুর্নীতির অভিযোগ-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুই ব্যক্তি গ্রামে আসে। তারা সরকারি ধার্য মূল্যে রাসায়নিক সার দেওয়ার জন্য গ্রামবাসীদের আধার কার্ড (Aadhaar Card) নিয়ে আসতে বলে। আধার কার্ডের নম্বর নেওয়ার সঙ্গে সঙ্গে পিওএস মেশিনে প্রত্যেকের আঙুলের ছাপ নেয়। এরপর প্রত্যেক গ্রামবাসীকে একটি করে ইলেকট্রিক বাল্ব দেয়। ঘটনার কথা জানাজানি হতেই গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ওই দুই ব্যক্তির কাছ থেকে পিওএস মেশিনটি কেড়ে নেন। যদিও গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়াতেই দুই ব্যক্তি পালিয়ে যায় বলে খবর। 


আরও পড়ুন - Anubrata Mandal: চুরিও করিনি, ডাকাতিও করিনি, সিবিআই ডাকলে আবার যাব: অনুব্রত


এই ঘটনার পরই গ্রামবাসীরা আশঙ্কা করছেন যে, তাঁদের আধার নম্বর ও আঙুলে ছাপ নিয়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে পারে ওই দুই অসাধু ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমদমা পঞ্চায়েতের প্রধান এহেসানুল হত। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে যান। কৃষি দফতরের আধিকারিকরাও তারপরই গ্রামে আসেন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও অভিযুক্ত সার ডিলার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।


অন্যদিকে, লাভপুরে (Labpur) গ্রামীণ মেলায় চলন্ত অবস্থায় ভেঙে পড়ল নাগরদোলা। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ কিশোরীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৈধ অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার পর লাভপুর থানার নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে মেলা। চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছে ৫ কিশোরী। স্থানীয় সূত্রে খবর, মনসাপুজো উপলক্ষে বিপ্রটিকুরি গ্রামে আয়োজন করা হয়েছিল মেলার। সোমবার রাত ৯টা নাগাদ। আচমকাই ভেঙে পড়ে নাগরদোলা। সন্তোষী হাজরা নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা হঠাৎ দেখতে পাই হুড়মুড় করে নাগরদোলা ভেঙে পড়ল। সবাই ছুটোছুটি শুরু করল। আমার তো এসব দেখেই ভয় লাগছে।