পরিতোষ দাস, বীরভূম: অভিনব কায়দায় সোনার গয়না ও মূল্যবান বাসনপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কায়দা করে পরিবারের সদস্যদের বোকা বানিয়ে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করেছে দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বীরভূমের কিন্নাহারের কৌচড়া গ্রামে। 


দিনে-দুপুরে চুরি বীরভূমে-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বীরভূমের কিন্নাহারের কৌচড়া গ্রামে দুই ব্যক্তি ব্যক্তি আসে। এদিন এলাকার বাসিন্দা অমৃত কৃষ্ণ ঘোষের বাড়িতে মোটর বাইক নিয়ে দুই ব্যক্তি কাঁসা পিতলের বাসন পালিশ করার কথা বলে। বাড়ির লোকেরা কিছু বাসনপত্র বের করে দিলে তারা তাঁদের সামনে বেশ কিছু বাসন পালিশ করে। এরপর অভিযুক্তরা ওই বাড়ির লোকেদের জানায় যে তারা সোনা, রুপোর গয়নাও পালিশ করে। অভিযুক্তদের কথা শুনে পরিবারের সদস্যরা বেশ কিছু রুপো ও সোনার গয়নাও পালিশ করে দেওয়ার কথা বলেন।  অভিযোগ উঠেছে যে, তাঁরা ওই দুই ব্যক্তিকে রুপো, ও সোনার হার, বেশ কয়েকটি আংটিসহ প্রায় আড়াই ভরি সোনার গয়না দিয়েছিলেন। সেই সময়ই ওই দুই ব্যক্তি পরিবারের লোকেদের সামনেই পালিশ করার পর রুপোর গয়নাগুলি এক ধরনের পাউডারজাতীয় জিনিসের মধ্যে ভরে কাগজে মুড়ে দিয়ে দেন। অন্যদিকে, সোনার গয়নাগুলিকেও একটি প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দেয়। তারা জানায় যে, যেন আধঘণ্টা পর সেই প্যাকেট খোলা হয়। 


আরও পড়ুন - Birbhum News: এ বছর পৌষমেলা হচ্ছে শান্তিনিকেতনে, রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলেন বিশ্বভারতীর উপাচার্য


পরিবারের সদস্যরা অভিযোগ জানাচ্ছেন যে, সোনা ও রুপোর গয়না দিয়েই তারা দ্রুত বাড়ি থেকে চলে যায়। সেই সময়ই সন্দেহ হয় বাড়ির লোকেদের। প্যাকেট খুলতেই তাঁরা দেখেন যে, কোনও গয়না নেই। বরং, তার মধ্যে রয়েছে পাথরের টুকরো। সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তির সন্ধানে বেরোলেও তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। দ্রুত কিন্নাহার থানার পুলিশকে গোটা ঘটনা জানান পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সঙ্গে সঙ্গে এলাকার আশেপাশে ও বিভিন্ন রাস্তায় তল্লাসি চালান হলেও এখনও পর্যন্ত ওই দুই ব্যক্তির কোনও সন্ধান পাওয়া যায়নি। দিনে দুপুরে এমন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।