আবীর ইসলাম, বীরভূম: একই পরিবারের তিন সদস্যের আত্মহত্যার (Suicide) ঘটনাকে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) পারুই থানার অন্তর্গত মহুলা গ্রামে। সোমবার রাতে সেই গ্রামেরই এক পরিবারের তিন সদস্য বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে।


একই পরিবারের তিন সদস্যের আত্মহত্যা-


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূমের পারুই থানার অন্তর্গত মহুলা গ্রামে সোমবার রাতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। একই পরিবারের তিন সদস্য একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিলেন। মৃতেরা সম্পর্কে বাবা, মা এবং ছেলে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন, প্রশান্ত পাত্র, তাঁর স্ত্রী তৃপ্তি পাত্র এবং তাঁদের ছেলে দীপ পাত্র। মৃতদের কাছ থেকে একটি সুইসাইড নোটও (Suicide Note) পাওয়া গিয়েছে। তাতে তাঁরা জানিয়েছেন যে, পারিবারিক অশান্তির কারণে তাঁরা এই মর্মান্তিক পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এর পাশাপাশি সুইসাইড নোটে ৭ জনের নামও উল্লেখ রয়েছে। উল্লেখিত ৭ জনের বিরুদ্ধে যথপোযুক্ত ব্যবস্থা গ্রহণের কথাও সুইসাইড নোটে লিখে গিয়েছেন মৃতরা।


আরও পড়ুন - Birbhum News: অনলাইন পরীক্ষার দাবিতে অশান্ত বিশ্বভারতী, পরীক্ষা বয়কট করে বিক্ষোভ পড়ুয়াদের


একই পরিবারের তিন সদস্যের বিষ খেয়ে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে, পাত্র পরিবারের সদস্যরা এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিতে পারেন, তা তাঁরা ভাবতেই পারছেন না। ঘটনাস্থলে পৌঁছয় পারুই থানার পুলিশ। তাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সুইসাইড নোটে উল্লেখিত ৭ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, জানা গিয়েছে এমনটাই। এই ঘটনার পিছনে আর কী কী কারণে থাকতে পারে, তা খতিয়ে দেখছে পারুই থানার পুলিশ।


আরও পড়ুন - Birbhum News: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল সরকারি জমিতে চাষের অভিযোগ, প্রতিবাদে পথে দলেরই উপ প্রধান