আবীর ইসলাম, বীরভূম: গোটা দেশজুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনলাইন পরীক্ষা চলছে। সেখানে বিশ্বভারতীতে কেন অফলাইনে পরীক্ষা হবে? এমনই প্রশ্ন তুলে আন্দোলনের পথে নেমেছে বিশ্বভারতীর পড়ুয়ারা (Visva Bharati University)। তাদের দাবি, তারা অনলাইনে (Online Exam) পরীক্ষা দেবে। পরীক্ষা বয়কট করে ভবনের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ বিশ্বভারতীর পড়ুয়াদের।


বিশ্বভারতীর পড়ুয়াদের বিক্ষোভ-


জানা গিয়েছে, এদিন পরীক্ষা বয়কট করে বিশ্বভারতীর ভবনের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। তারা দাবি জানাচ্ছে যে, করোনা পরিস্থিতিতে ঘরে বসে অনলাইনে ক্লাস করানো হয়েছে। অনলাইনে ক্লাস করে অফলাইনে পরীক্ষা দেব না। অন্যদিকে, পড়ুয়ারা পরীক্ষা না দিলে তাদের অনুপস্থিত হিসেবেই ধরা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati University)। এরইমাঝে দু একজন পড়ুয়া পরীক্ষা দিতে ভিতরে ঢুকতে গেলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা তৈরি হয়। হয় ধস্তাধস্তিও। বিশ্বভারতী কর্তৃপক্ষর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সমস্ত পরীক্ষা অফলাইনেই (Offline Exam) হবে।


আরও পড়ুন - Birbhum News: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি জমিতে চাষের অভিযোগ, প্রতিবাদে পথে দলেরই উপপ্রধান


সূত্রের খবর, বিশ্বভারতীর পড়য়াদের দাবি, গোটা দেশে অনলাইনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে। তাহলে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা কেন অফলাইনে পরীক্ষা দেবে। কিন্তু পড়ুয়াদের দাবি কার্যত নস্যাৎ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে যে, সমস্ত পরীক্ষা অনলাইনে নয়, অফলাইনে হবে।


প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পড়ুয়ারাও অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখায় এবং ধর্নাতেও বসে। দীর্ঘক্ষণ চলে তাদের বিক্ষোভ। তাদেরও দাবি ছিল যে, সিলেবাস সম্পূর্ণ হয়নি। অনলাইনে পড়াশোনা হয়েছে। তাহলে কেন তারা অফলাইনে পরীক্ষা দেবে। কিন্তু বৈঠক শেষে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে, সিলেবাস শেষ না হলে অধ্যক্ষরা স্পেশাল ক্লাস নিয়ে সিলেবাস শেষ করবেন। কিন্তু পরীক্ষা অনলাইনে নয়, হবে অফলাইনেই।