ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, সিউড়ি: সিউড়ির রবীন্দ্র পল্লিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির অভিযোগ। সকাল ১০টা ব্যাঙ্ক খুলতেই ভিতরে ঢুকে অবাক হয়ে যান গ্রাহকরা।অভিযোগ, স্টেট ব্যাঙ্কের কর্মীদের শৌচাগারে আটকে লুঠপাট চালায় ডাকাতরা। পরে সিউড়ি থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে কর্মীদের উদ্ধার করে। কী লুঠ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির অভিযোগ: শৌচাগারে ব্যাঙ্ক কর্মীদের বন্ধ রেখে লুঠ। যা নিয়ে চাঞ্চল্য এলাকায়। এদিন বেলা দশটার দিকে গ্রাহকরা ব্যাঙ্কে আসেন। তাঁরা এসে দেখেন, ব্যাঙ্ক সম্পূর্ণভাবে ফাঁকা রয়েছে, কোনও কর্মী নেই। পরে তাঁরা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে বাথরুমের দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে। খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। ইতিমধ্যে সিউড়ি থানার পুলিশ সেখানে এসে উপস্থিত হয়েছে। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি ব্যাঙ্ক থেকে ঠিক কত টাকা লুঠ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গড়ফায় দিনেদুপুরে ডাকাতি: গত মাসেই গড়ফায় দিনেদুপুরে ডাকাতির অভিযোগ ওঠে। জানা যায়, হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট করা হয়েছে। নগদ ৩০ হাজার টাকা ও গয়না হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের, অভিযোগ গৃহিণীর। ভরদুপুরে গড়ফার মণ্ডলপাড়ায় নির্মাণ ব্যবসায়ীর বাড়িতে হানা। মুখে রুমাল বেঁধে, টুপি পরে আসে দুষ্কৃতীরা, দাবি গৃহিণীর।
গড়ফার মণ্ডল পাড়ার বাসিন্দা নির্মাণ ব্যবসায়ী সমর কর্মকার। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ডাকাতি হয়। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় সমর কর্মকার বাড়িতে ছিলেন না। বাড়িতে একাই ছিলেন সমরের স্ত্রী শিবানী কর্মকার। জানা গিয়েছে, অভিযুক্তের মুখে রুমাল চাপা দেওয়া ছিল। মাথায় ছিল টুপিও। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খোলেন শিবানী। পুলিশ সূত্রে খবর, দরজা খুলতেই ফ্ল্যাটে ঢুকে পড়ে। ছুরি নিয়ে ভয় দেখায় অভিযুক্ত। হাত-পা মুখ বেঁধে শৌচাগারে নিয়ে যাওয়া হয় গৃহিণীকে। গলার সোনার চেন এবং হাতে সোনার আংটি খুলে নেয়। পাশাপাশি ৩০ হাজার টাকা এবং সমর কর্মকারের চারটে সোনার আংটি নিয়ে চম্পট দেয়।
আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?