বীরভূম: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ নিভে আজ মেঘ জমতে পারে লাল মাটির দেশের আকাশে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে, সপ্তাহের প্রথমেই বৃষ্টির সম্ভাবনা বীরভূমে। অক্টোবরের শেষে, সপ্তাহের শুরুতে কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? একঝলকে দেখে নেওয়া যাক।
আজ সারাদিনে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সকালের দিকে মোটামুটি পরিষ্কার থাকবে আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিতে পারে মেঘ। হতে পারে ছিটেফোঁটা বৃষ্টিও। রাতের দিকেও হালকা মেঘ থাকবে আকাশে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে ৮৬ শতাংশ। ২ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location): বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত। বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ সারাদিনে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সকালের দিনে মোটামুটি পরিষ্কার থাকবে আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিতে পারে মেঘ। হতে পারে ছিটেফোঁটা বৃষ্টিও। রাতের দিকেও হালকা মেঘ থাকবে আকাশে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে ৮৬ শতাংশ। ২ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
সূর্যোদয় (Sunrise) - সকাল ৫.৪৪
সূর্যাস্ত (Sunset) - বিকেল ৫.০২
বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather): ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সকাল সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে। নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন।
আরও পড়ুন: Deepika-Ranveer: দীপিকাকে অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন, কিন্তু পাল্টা উত্তরে অবাক রণবীর নিজেই!