গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: অজয়ের তোড়ে ভেসে গেল পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের ইলামবাজারের সংযোগকারী নির্মীয়মাণ সেতুর বিশাল কাঠামো। ২ দিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়ল খয়রাশোলের ২৫টি মাটির বাড়ি। বীরভূমের জেলাশাসকের অভিযোগ, না জানিয়ে ঝাড়খণ্ডের শিকাটা ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে।
অজয়ের জল ছুঁয়ে আছে নির্মীয়মাণ সেতুর লোহার কাঠামো! কয়েক সেকেন্ডের ব্যবধান! তারপরই সশব্দে ভেঙে পড়ল অজয়ের তোড়ে! স্রোতে ভেসে গেল পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের ইলামবাজারের সংযোগকারী নির্মীয়মাণ সেতুর বিশাল কাঠামো।
গত কয়েকদিনের বৃষ্টিতে ফুঁসছে অজয়। বীরভূমের খয়রাশোল ব্লকে জলমগ্ন বহু গ্রাম। ভেঙে পড়েছে প্রায় ২৫টি মাটির বাড়ি। জলে ভাসছে সংসার। প্রবল দুর্ভোগে বাসিন্দারা। অজয়ের তোড়ে ভেসে গেছে পশ্চিম বর্ধমান থেকে বীরভূমের সংযোগকারী অস্থায়ী ফেরিঘাটও।
বীরভূমের জেলাশাসকের অভিযোগ, বৃষ্টি চলছেই। সঙ্গে না জানিয়ে ঝাড়খণ্ডের শিকাটা ব্যারেজ থেকে ২ দফায় ১ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জেলা শাসক বিধান রায়ের কথায়, জানানো হয়নি জলছাড়ার কথা, অজয় তীরবর্তী এলাকায় মাইকে প্রচার, কিছু জনকে ত্রাণশিবিরে পাঠানো হয়েছে। এর পাশাপাশি, বীরভূমের হিংলো জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বিপর্যয়ের আশঙ্কায় সতর্ক করা হয়েছে জেলার সমস্ত ব্লককে।
উল্লেখ্য, টানা বৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদীর জল। যার জেরে জলবন্দি হয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা। পাশাপাশি, রাস্তায় ধস নেমেছে জামুরিয়া ও দুর্গাপুরে। আতঙ্কে এলাকার বাসিন্দারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। টানা বৃষ্টিতে বিপর্যয়! দুর্গাপুর ও জামুরিয়ায় রাস্তায় নামল ধস। আতঙ্কে এলাকার বাসিন্দারা। কয়েক দিনের টানা বৃষ্টিতে অন্যান্য জেলার পাশাপাশি বিপর্যস্ত পশ্চিম বর্ধমান।
আরও পড়ুন: North 24 Parganas: মধ্যমগ্রামে বেআইনি জলের কারখানার হদিশ, মালিক পলাতক, আটক ১ কর্মী