আবীর ইসলাম, বোলপুর : অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আদবকায়দা থেকে কথা বলার স্টাইল (Style) সবটাই রিহার্সাল করে নখদর্পণে এনেছেন বোলপুরের (Bolpur) সাজিদ খান। প্রায়ই তাঁর একেকটা ভিডিওর দর্শক সংখ্যা ছাড়িয়ে যায় লক্ষের গণ্ডি। এবার অনুব্রতর পাশে বসেই করলেন তাঁর অনুকরণ। মুচকি হেসে উপভোগ করলেও অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি, কুৎসা করলে রেয়াত করব না।
কথায় বলে, মেজাজটাই আসল রাজা। আর সেই মেজাজেই বীরভূমের সীমানা ছাড়িয়েছে তাঁর ব্যাপ্তি। প্রকাশ্যে হুমকি-হুঁশিয়ারি থেকে শুরু করে নানা মজার কথা। মুখ খুললেই শিরোনামে অনুব্রত মণ্ডল।
বোলপুরে তৃণমূলের কার্যালয়ে অনুব্রতর সামনে বসে তাঁরই অনুকরণ করলেন কাশীপুরের ভাইরাল সাজিদ খান। আর পাশে বসে মুচকি হাসলেন কেষ্টদা!
আরও পড়ুন ; ডিয়ার লটারিতে কোটিপতি ‘অনুব্রত মণ্ডল’, ভাইরাল ভিডিও-য় তোলপাড়
কখনও নকুলদানা। কখনও গুড় বাতাসা। কখনও চড়াম চড়াম ঢাক। আর বিধানসভা ভোটের মুখে খেলা হবে। খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে। শুধু বাংলা নয়, তাঁর আচমকা বলা কথাগুলো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নানা সময়ে। সেই অনুব্রতর আদবকায়দা থেকে কথা বলার স্টাইল সবটাই রীতিমতো রিহার্সাল করে নখদর্পণে এনেছেন কাশীপুরের সাজিদ খান।
সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে গণিতে স্নাতক। বর্তমানে চাকরির চেষ্টা চালাচ্ছেন। তার ফাঁকেই চলছে অনুব্রত মণ্ডলকে অনুকরণ করে ভিডিও তৈরির কাজ।
ইউটিউবার সাজিদ খান বলেন, বাড়িতে বসে রিহার্সাল করে টিকটক করি। ৩-৪ লক্ষ লোক সেটা দেখে। বুঝতে পারি, লোকে আমাকে অনুব্রত হিসেবে দেখতে চাইছে। ভাল মনের মানুষ কেষ্টদা। কিছু হলেই বোলপুরের মানুষকে সাহায্য করেন। ব্যক্তি হিসেবে বড় মনের মানুষ।
তবে অনুব্রত মণ্ডলের কড়া হুঁশিয়ারি, কুৎসা করলে রেয়াত করব না। বলেন, কোনও খারাপ কিছু, কুৎসা না করলেই হল। ভাল জিনিস তো। ভদ্রভাবে করলে আমি কিছু বলব না। আমার ক্ষতি হবে জানলে পুলিশকে জানাব। কেস করব। অন্যায় করলে ছাড়ব না। কারও সংসার চললে ভাল।
সাজিদ নাকি ইতিমধ্যেই পরিকল্পনা করেছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে শর্টফিল্ম তৈরি করার। তা শুনে অবশ্য সব রাগ গলে জল কেষ্টদার। বলেন, আচ্ছা ঠিক আছে।