ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলা। আর সেই ঝামেলা গড়াল বোমাবাজিতে (Bombing)। ঘটনা মল্লারপুরের কোটা গ্রামে। ৩ জন আহত হন। ৩-৪টি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ (Mallarpur Police Station)।


দুই প্রতিবেশীর ঝামেলা: মাড়গ্রামের পর এবার মল্লারপুর। ফের বোমা বারুদের আস্ফালন বীরভূমে। আহত হয়েছেন তিন জন। ঘরের শাটারে এখনও তাজা বোমার দাগ। ভেঙে বেরিয়ে গিয়েছে জানালার ফ্রেম। ছড়িয়ে ছিটিয়ে ভাঙা জানালার কাচ। সামান্য জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলার জেরে ধুন্ধুমার বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে।                                                                    


ঝামেলা গড়াল বোমাবাজিতে: স্থানীয়দের দাবি, ইব্রাহিম শেখের কলের পাইপ মিরাজ শেখের বাড়ির পাশে পোঁতা হচ্ছিল। অভিযোগ, এর প্রতিবাদ করেন মিরাজ। এই নিয়ে গতকাল দুই প্রতিবেশীর ঝামেলা হয়। আজ সকালে মিরাজ শেখ দলবল নিয়ে ইব্রাহিম শেখের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ব্যাপক বোমাবাজি শুরু হয়। সংঘর্ষে ২ জনের মাথা ফাটে। একজন বোমার স্প্লিন্টারে আহত হন। ৩ জনকেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre) নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যান অ্যাডিশনাল পুলিশ সুপার ও রামপুরহাটের এসডিপিও।                                                                                                                         


গত মাসের ২৮ তারিখ বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামাবাড়িতে বেড়াতে এসে বোমা বিস্ফোরণে ঝলসে যায় দুই মাসতুতো ভাই। একজনের বয়স ৬ বছর, আর একজন ৭। খেলার সময় বল ভেবে বোমায় হাত দিয়েছিল তারা। SSKM-এ মৃত্যু হয় ৬ বছরের ভাইয়ের। জীবন বাঁচানো গেলেও চোখের আলো ফেরানো যায়নি ছোট্ট দাদার। সেই মাড়গ্রামের পর এবার বোমাবাজি মল্লারপুরে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন: Kolkata News: চিকিৎসায় গাফিলতির অভিযোগে মহিলা চিকিৎসকের মৃত্যু, বেসরকারি হাসপাতালকে ক্ষতিপূরণের নির্দেশ