Humayun On Anubrata: অনুব্রতর পাশে নেই হুমায়ুন ; 'কখনও কোনও অফিসারকে এভাবে আক্রমণ করিনি..' !
Humayun Attacks Anubrata : অনুব্রতর কদর্য-ভাষণ নিয়ে কড়া প্রতিক্রিয়া ভরতপুরের তৃণমূল বিধায়কের, কী বললেন হুমায়ুন?

বীরভূম: বোলপুরের IC-কে কদর্যভাষায় হুমকি, অনুব্রতর পাশে নেই হুমায়ুন । 'ভোটের সময় যা বলেছিলাম, তার সঙ্গে এর তুলনা করা যায় না। কোনও অফিসারকে কখনও এভাবে আক্রমণ করিনি, করবও না। বীরের সম্মান দিয়ে বীরভূমে আনতে বলেছিলেন দিদি। নিশ্চয়ই কড়া ভাবে অনুব্রতকে সতর্ক করবেন নেত্রী', অনুব্রতর কদর্য-ভাষণ নিয়ে মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের।
আরও পড়ুন, গোসাবায় প্রবল ঝড়বৃষ্টি, উত্তাল বিদ্যাধরী নদীতে আটকে গেল যাত্রীবাহী নৌকা !
পাঁচ-পাঁচটা দিন কেটে গেল। IC ও তাঁর পরিবারকে কদর্য ভাষায় আক্রমণ করা, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও কোনও কড়া পদক্ষেপের পথে হাঁটল না পুলিশ। দু'বার তলব করল তারা। অনুব্রত দু'বারই হাজির হলেন না! তারপর পুলিশও চুপ করে বসে গেল! আর কোনও উচ্চবাচ্য়ই নেই!অন্য়দিকে, হাজিরার জন্য় বুধবার সকাল ১১টায় অনুব্রত মণ্ডলের-অনুগামী, সাসপেন্ডেড টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউকে নোটিস পাঠিয়েছে পুলিশ।
পাঁচ-পাঁচটা দিন কেটে গেলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও কোনও কড়া পদক্ষেপের পথে হাঁটল না পুলিশ। দু বার তলব করল তারা। অনুব্রত দু বারই হাজির হলেন না! তারপর পুলিশও চুপ করে বসে গেল! আর কোনও উচ্চবাচ্য়ই নেই! ৩১ মে-র মেডিক্য়াল সার্টিফিকেট অনুযায়ী অনুব্রত মণ্ডল এখন ৫ দিনের বেডরেস্টে। এখানেই বিরোধীরা প্রশ্ন করছে তাহলে, কি অনুব্রতকে বিশ্রাম দিতে পুলিশও বিশ্রামে গেল?
সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী বলেন, অনুব্রত মণ্ডল পুলিশের কাছে যাবে কেন? পুলিশ এসে অনুব্রতর পায়ে পড়বে, বীরভূমের বাঘ! ইয়াব্বড় অনুব্রত! মুখ্যমন্ত্রীর সাধের অনুব্রত। পুলিশের মন্ত্রী তাঁর মাথায়। তা না হলে অন্য কেউ হলে এতদিনে মেরে, পিটিয়ে ছাল তুলে দিত, জেলে ঢুকিয়ে রাখত। মেরে, পিটিয়ে ছালও তুলছে না, জেলেও ঢোকাচ্ছে না, বরং পুলিশ তাঁকে স্যালুট করছে অথবা করবে, কারণ তাঁর নাম অনুব্রত, তাঁর মাথায় পুলিশমন্ত্রীর হাত।
তৃণমূলের গলায় এক সুর!পুলিশ আইন অনুযায়ী কাজ করবে! কুণাল ঘোষ বলেন,যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে। ক্ষমা চেয়েছে। পুলিশ পুলিশের যা আইনে আছে করছে। দলও দেখছে বিষয়টা।বীরভূমের সাসপেন্ডেড TMCP জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে বুধবার সকাল ১১টায় সিউড়ি থানায় তলব করেছে পুলিশ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















