পার্থপ্রতিম ঘোষ, রামপুরহাট : বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ( lalan Seikh )  অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের FIR-এ নাম রয়েছে DIG CBI-এর। লালনের মৃত্যুর পর থেকেই ফুটছে বগটুই 9 Bogtui ) । ফুঁসছে গ্রামবাসীরা। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখলেই স্লোগান উঠছে, সিবিআইয়ের ( CBI )  শাস্তি চাই। মঙ্গলবারই রামপুরহাটে সিবিআই ক্যাম্পের সামনে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। 


বুধবার পরিস্থিতি ততধিক উত্তপ্ত । বগটুইয়ে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের দেহ নিয়ে রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে মৃতের পরিবারের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। লালনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত CBI আধিকারিক ও অফিসারদের গ্রেফতারের দাবি জানায় মৃতের আত্মীয়রা।


ক্যাম্প অফিসে ঢোকার সময় বাধা দেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা। তাঁদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন রামপুরহাটের SDPO। নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের বলে তিনি জানান। এরপর পুলিশের আশ্বাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে থেকে বিক্ষোভ তুলে নেয় লালন শেখের পরিবার। 

আরও পড়ুন : লালন শেখের অস্বাভাবিক মৃত্যুকাণ্ডে FIR-এ DIG-সহ সিবিআইয়ের ৭জনের নাম


লালনের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে CBI-এর DIG ছাড়াও আধিকারিক ও অফিসার মিলিয়ে ৭ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। DIG CBI, SP CBI, গরুপাচার মামলার প্রধান তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য-সহ আরও ৪ আধিকারিকের বিরুদ্ধে খুন, তোলাবাজি, কটূক্তি, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তের জন্য আজ ঘটনাস্থলে যাবে CID টিম। যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।  


কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

অন্যদিকে, সিবিআই হেফাজতে লালনের মৃত্যুকাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। রাজ্য পুলিশের এফআইআর চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ সিবিআই । এফআইআরে নাম রয়েছে ডিআইজি, এসপি-র। নাম রয়েছে তদন্তকারী আধিকারিক সহ ৭ জনের 
বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ সিবিআইয়ের। বুধবারই শুনানির আবেদন সিবিআইয়ের । এটি আত্মহত্যার ঘটনা, দাবি সিবিআইয়ের । 'অন্যান্য মামলার তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধেও FIR করা হয়েছে' তদন্তকারী আধিকারিকরা আশঙ্কায় রয়েছেন, অভিযোগ করল সিবিআই। বুধবারই দুপুর ৩ টায় শুনানি, জানালেন বিচারপতি।