নান্টু পাল, বীরভূম: গীতাঞ্জলী (Geetanjali) প্রকল্পের বাড়ির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। ওই তৃণমূল নেতার স্ত্রী রত্না সাঁতরা আবার মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সদস্যা। টাকা নেওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়ে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে গত শনিবার মেলের মাধ্যমে বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
কী জানান হয়েছে?
অভিযুক্ত তৃণমূল নেতার নাম পরমানন্দ সাঁতরা। তাঁর বাড়ি বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রামে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রাজগ্রাম পূর্ববাজারের বাসিন্দা লাইলি বিবিকে গীতাঞ্জলী বাড়ি দেওয়ার বিনিময়ে ১৮ হাজার ঘুষ নিয়েছেন। লাইলি বিবির স্বামী বাসিরুদ্দিন খানের একটি ঘুষ নেওয়া ভিডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই ঘটনায় দলে বিতর্কের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন, ‘এবার জনতার কাছে যাওয়ার সময় হয়েছে’, ভোটের ময়দানে নামছেন প্রশান্ত কিশোর?
কী জানিয়েছেন অভিযুক্ত?
যদিও অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি পরমানন্দ সাঁতরার ও তার স্ত্রী রত্না সাঁতরা। মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগও করা যায়নি। সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করা ভিডিওতে বসিরুদ্দিন খানকে বলতে শোনা যাচ্ছে, ‘তার স্ত্রীর নামে গীতাঞ্জলীর বাড়ি এসেছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা। তার মধ্যে ১৮ হাজার টাকা পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী পরমানন্দ সাঁতরা চেয়েছিল। না দিলে বাড়ির টাকা ঢুকবে না বলেও ভয় দেখানো হয়। আমি পাথর খাদানের শ্রমিক। ভয়ে কোন রকমে তিন দফায় দফায় ১৮ হাজার টাকা দিই’। বিষয়টি তৃণমূল নেতৃত্বের নজরে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে।
মুরারই ১ ব্লকে বিডিও প্রণব চট্টরাজ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে। মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শাহানাজ বেগম বলেন, "তৃণমূলকে বদনাম করতে এসব করা হয়েছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাঁরা কোনওভাবেই যুক্ত নন।"
বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, আমরা বার বার যে কথা বলে এসেছি যে তৃণমূল কাড মানির ওপরেই বেঁচে আছে। কাটমানি, চোরেদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগে আমরা বলেছি এখন তৃণমূল কংগ্রেস লোকেরাই স্বীকার করতে শুরু করেছে।বাংলার মানুষরা আর দুদিন পর বলবে এবং তৃণমূল কংগ্রেস কে উখাত করে গংঙ্গা জলে ফেলে দেবে।