ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত মণ্ডলকে (Anubrta Mondal) বিরুদ্ধে মামলার পর শিবঠাকুর মণ্ডলকে (Shiv Thakur Mondal) সাসপেন্ড (suspend) করার সিদ্ধান্ত নিল তৃণমূল (TMC)। দুবরাজপুরে (dubrajpur) দলের কর্মী শিবঠাকুর মণ্ডলকে তৃণমূল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত, জানালেন তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়।


কেন সাসপেন্ড করা হল?
দলের কর্মী হয়ে তিনি যে ভাবে জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তা নিন্দনীয়। জানান তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি। সেটি মাথায় রেখেই এই সাসপেনশনের সিদ্ধান্ত। এই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। মলয় আরও জানান, যেহেতু অনুব্রতর পুলিশি হেফাজত হয়েছে তিনি দুবরাজপুর থানাতেই থাকবেন। হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁকে। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল, হয়তো সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে অনুব্রতকে। তার প্রেক্ষিতেই অবস্থান স্পষ্ট করলেন মলয় মুখোপাধ্যায়। 


কী বলছেন শিবঠাকুর?
'আমি যখন প্রথম বালিগুড়ি পঞ্চায়েত প্রধান এবং যুব সভাপতি হই, আড়াই বছর হতেই আমার বিরুদ্ধে অনাস্থা এনে সরিয়ে দেওয়া হয়েছিল', দাবি শিবঠাকুরের। তাঁর অভিযোগ, 'কেষ্টদা'-ই তাঁকে সরিয়ে দিতে বলেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনে তিনি অন্য দলে চলে যাওয়ার কথা ভাবলে গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, তাঁকে দুবরাজপুরের দলীয় অফিসে ডেকে পাঠান অনুব্রত। গলা টিপে ধরে বলেন, 'তুই অন্য দলে কেন যাবি?' শিবঠাকুরের দাবি, তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সেই সময় হাত-পা ধরে বাড়ি ফিরে এলেও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেছিলেন। গরুপাচার মামলায় অনুব্রত জেলবন্দি হতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলাতেই ৭ দিনের পুলিশি হেফাজত হয়েছে অনুব্রতর। সাসপেন্ড করা হল শিবঠাকুরকেও।   


গরু পাচার মামলা...
অন্য দিকে গরুপাচার মামলায় রাজ্য় ছেড়ে এবার ভিনরাজ্য়ের পথে যেতে হতে পারে অনুব্রত মণ্ডলকে। ধোপে টিকল না সওয়াল। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পেল ED। দিল্লির আদালতে বড় ধাক্কা খেলেন অনুব্রত। তাঁর নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে দিল্লির আদালত। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট সেখানেই জমা দেবে ইডি। তার ভিত্তিতে নির্দিষ্ট আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে। তবে চাইলে, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টেও আবেদন করতে পারেন অনুব্রত মণ্ডল


আরও পড়ুন:'তিহারে একটু বিহার করে আসুন', অনুব্রতকে নিয়ে প্রতিক্রিয়া সুকান্ত-র