আবীর ইসলাম, বীরভূম: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়ে থানার সামনে বিক্ষোভ বিশ্বভারতী শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়া অর্থনীতি বিভাগের ফাল্গুনী পান, সোমনাথ ও সঙ্গীত ভুবনে ছাত্রী রুপা চক্রবর্তী তিন বছরের জন্য বরখাস্ত করা হয়েছিল।                               


বিশ্বভারতীর অধ্যাপক থেকে সাসপেন্ড করার প্রতিবাদে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বাসভবনের সামনে ধর্না মঞ্চে বেঁধে চলছিল অবস্থান বিক্ষোভ। যদিও বিশ্বভারতী হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট নির্দেশ অনুযায়ী উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ গেটের তালা ভাঙ্গা।                    


পাশাপাশি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনজন পড়ুয়াকে পঠন-পাঠনের ফেরানোর রায় দেওয়া হয় । এই অবস্থান-বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকটি ঘটনা ঘটে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল আন্দোলনকারীদের হল থেকে। তাই সেই ঘটনায় এখনও পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি তার প্রতিবাদে এদিন শান্তিনিকেতন থানার সামনে শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।                  


আরও পড়ুন, "আপনি ভোট দেবেন, মমতা ৫ বছর মাথা নিচু করে কাজ করে যাবেন", প্রচারে দাবি অভিষেকের


পাশাপাশি তিনি একটি ডেপুটেশন দেওয়া হয় শান্তিনিকেতন থানাকে । পোস্টারের সামনে লেখা উপাচার্যের দালালরা হুঁশিয়ার বিশ্বভারতী বিভিন্ন আধিকারিকদের ছবি দিয়ে পোস্টটা তৈরি করা হয়েছে। অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য জানান বেশ কয়েকটি অভিযোগ করেছিলাম এখনো পর্যন্ত পুলিশ কোন গ্রেপ্তার করেনি তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি ।                  


শান্তিনিকেতনের হস্তশিল্পীদের ব্যবসায়ীরা জানান শান্তিনিকেতনের পৌষ মেলার সিকিউরিটি মানি ফেরতের দাবিতে আমরা শান্তিনিকেতন থানায় বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে অভিযোগ করলাম । পাশাপাশি উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আর্জি জানালাম।