সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ বছরের বালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের বাড়ি হেমতাবাদ থানার ইসলামপুরে। জানা গিয়েছে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই বালিকা ভর্তি হয়েছিল গত বৃহস্পতিবার। আচমকা শারীরিক অবস্থা খারাপ হয়ে বালিকার মৃত্যু। মৃত্যুর কোনও সঠিক কারণ দেখাতে পারেনি হাসপাতাল, এমনটাই অভিযোগ পরিবারের। সুগারের সমস্যা থাকায় বালিকাকে বাঁচানো যায়নি এমনটাই দাবি হাসপাতালের। 


উল্লেখ্য, আজই বজ্রপাতে রাজ্যে একজনের মৃত্যুর ঘটনা সামনে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে মাঠে ঘাস কাটছিলেন দুগাই দেশমুখ নামে এক ব্যক্তি। মাঠে কাজ করার সময়ই আচমকা বজ্রপাত হয়। বছর বত্রিশের দুগাই দেশমুখ বাঁকুড়ার (Bankura) হীরবাঁধ থানা এলাকার বহড়ামুড়ি গ্রামের বাসিন্দা।


বজ্রপাতের পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৃতের বাড়ির লোকেরা তাঁকে নিকটবর্তী ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দুগাই দেশমুখের মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মৃতদেহটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।


উল্লেখ্য, আজ শিশুদের জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এই গাইডলাইনে শিশুদের জ্বর-শ্বাসকষ্ট তিনদিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের নীচে নেমে গেলেও হাসপাতালে  ভর্তি করতে বলা হয়েছে।আক্রান্ত  শিশুদের আলাদা রেখে চিকিত্সার নির্দেশ দেওয়া হয়েছে।  


গাইডলাইনে আরও বলা হয়েছে, অসুস্থ শিশুদের থেকে প্রবীণদের আলাদা রাখতে হবে। শিশুদের বাড়িতে রেখে চিকিত্সা করালে মাস্ক পরে থাকতে হবে।  অসুস্থ শিশুদের নিয়ে ভিড়ের মধ্যে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Jalpaiguri: রাজগঞ্জে পাচারের পথে বাজেয়াপ্ত ১৬ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ৩ পাচারকারী


আরও পড়ুন: Babul Supriyo: মোদি মন্ত্রিসভার সদস্য থেকে যুযুধান মমতা শিবির, আড়াই মাসের মধ্যেই অভাবনীয় পট পরিবর্তন