ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আবহেও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল বিজেপির (BJP) অন্তর্কলহ। এবার বীরভূমে (Birbhum) বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। যে বীরভূমকে একটা সময় অনুব্রত মণ্ডলের গড় মনে করা হতো। পরের বছর লোকসভা ভোট। গতবারের লোকসভা ভোটের ভাল ফলের পুনরাবৃত্তি করতে মরিয়া বিজেপি। তার আগে অভ্যন্তরীণ কোন্দলের ছবি গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সোমবার সিউড়িতে বিজেপির জেলা পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ নেতা, কর্মীরা। বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মাইক নিয়ে এসে শুরু হয় স্লোগান। সেসময় পার্টি অফিসে উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতা সতীশ ধন্দ, রাজ্য বিজেপির সাধারন সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অনান্যরা।
কিন্তু কেন এই বিক্ষোভ? সূত্রের খবর, এর নেপথ্যে রয়েছে দলের সাংগঠনির রদবদল। দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি হয়ে সংগঠন মজবুত করায় জোর দেন ধ্রব সাহা। আটজন মন্ডল সভাপতিকে পদ থেকে সরিয়ে দেন তিনি। এই সব সভাপতিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বলে জেলা বিজেপি নেতৃত্বের দাবি। তবে সংগঠনে এই রদবদলের ঘটনা সকলে মেনে নিতে পারেননি। ভিতর ভিতর অনেকেই ক্ষোভ প্রকাশ করছিলেন বলে খবর। তারই বহিঃপ্রকাশ হল সোমবার।
তবে বিক্ষোভের মুখে পড়ে জেলা সভাপতি ধ্রব সাহা মেজাজ হারিয়েছেন বলে জানিয়েছেন কেউ কেউ। অভিযোগ করা হচ্ছে, তাঁর বিরুদ্ধে স্লোগান শুনে পার্টি অফিস থেকে বেরিয়ে এসে বিক্ষোভকারীদের মাইকের তার ছিঁড়ে দেন ধ্রুব। এই নিয়ে দু পক্ষের সামান্য ঝামেলা হয় বলে খবর।
আরও পড়ুন: গায়ে জাতীয় পতাকা জড়িয়েই আর্শাদকে ছবি তোলার আহ্বান নীরজের, কী করলেন পাক অ্যাথলিট?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন