অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অন্ধ্রপ্রদেশে চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি। জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। এই আবহে প্রশ্ন উঠছে সেই প্রভাব এই রাজ্য়ে এসে পড়বে না তো?
প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে?
বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। অন্ধ্রপ্রদেশের মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি। মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শের পাশাপাশি জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। একাধিক পদক্ষেপ নিয়েছে তেলঙ্গানা সরকারও। এরাজ্য়ে ডিম আমদানি করা হয় অন্ধ্রপ্রদেশ থেকে। তাই সতর্ক কর্তৃপক্ষ। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি জানাচ্ছেন, "ডিমে ক্ষেত্রে আমরা সতর্কতা রাখছি। নভেম্বর মাস থেকে কন্টামিনেশন,সতর্কতা নিয়েছে।''
বর্তমানে বার্ড ফ্লু চিন্তা বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। National Institute of High Security Animal Diseases-এর দাবি এই জেলায় লক্ষাধিক মুরগি মারা গিয়েছে বার্ড ফ্লুর কারণে। ওই এলাকায় মুরগির মাংস এবং ডিমের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন জেলাশাসক পি প্রসানথি। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। সংক্রমণ রুখতে জেলার একাংশে ৩ মাস ধরে বন্ধ রাখা রয়েছে পোলট্রি। পরিযায়ী পাখিদের মাধ্য়মে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্য়াল ক্য়াম্প। মানবদেহে এই সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা দেখতে তৈরি ৬৫টি টিম। বার্ড ফ্লু মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে তেলঙ্গানা সরকারও। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি আমদানি বন্ধ করতে সীমানায় তৈরি করা হয়েছে ২৪ টি চেক পোস্ট। সমস্ত জেলাশাসককে সজাগ থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
অন্যদিকে মহারাষ্ট্রের ৬টি জেলাতেও পৃথক পৃথক জায়গায় পোলট্রিতে বার্ড ফ্লু সংক্রমণের খবর মিলেছে। ওই সব এলাকার ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব মুরগি মেরে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট এলাকায় সব ডিম নষ্ট করে ফেলতে বলা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৭ হাজারের বেশি কালিং হয়েছে মহারাষ্ট্রে। অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু-র বাড়বাড়ন্তের জেরে প্রতিবেশী রাজ্য তেলঙ্গানায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। অন্ধ্রপ্রদেশ থেকে আসা সব পোলট্রি ট্রাক আটকে দেওয়া হচ্ছে তেলঙ্গনায়। দুই রাজ্যের সীমানায় ২৪টি চেকপোস্ট বসানো হয়েছে।
আরও পড়ুন: Newtown Case Update: নিউটাউনে ৬টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত, বসল সিসি ক্যামেরা