তুহিন অধিকারী, বিষ্ণুপুর: একদিকে যখন আবহাওয়ার জেরে গরম ও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিতে জেরবার হচ্ছেন মানুষ তখন রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ক্ষোভ ক্রমশ বাড়ছে। এর জেরে মাঝে মধ্যে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের নিকটবর্তী বিদ্যুৎ বিভাগে। কোথাও কোথাও ধস্তাধস্তি থেকে মারামারি ঘটনাও ঘটছে। শনিবার এই ধরনের বিক্ষোভে ঘটনার সাক্ষী হল রাধানগরের বাসিন্দারা (Radhanagar Agitation)।


আরও পড়ুন: TMC Rift In Panagarh: সার কারখানায় লোক নিয়োগ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তেজনা পানাগড়ে


স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার রাধানগরে রয়েছে বিদ্যুৎ দফতরের অফিস। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ জানাতে গিয়ে শনিবার স্থানীয় কিছু যুবক বিদ্যুৎ দফতরের অফিসে গিয়ে ভাঙচুর চালান। বিক্ষোভকারীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছিল। সেই কারণে এলাকার বেশ কিছু যুবক একজোট হয়ে বিদ্যুৎ দফতরে যায়। তারপর সেখানে থাকা বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির মাঝে বিক্ষোভকারীরা যুবকরা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায় ওই বিদ্যুৎ দফতরের অফিসে। জানা গেছে, অফিসে থাকা বেশ কিছু কম্পিউটার, চেয়ার-টেবিসে ভাঙচুর চালায় তাঁরা। ভাঙচুর চালায় অফিসে থাকা অন্যান্য জিনিসপত্রেও। এদিকে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ভাঙচুর করার অভিযোগ ১০ জন যুবকে আটক করা হয়। পরে বিদ্যুৎ দফতরের অভিযোগের ভিত্তিতে ওই ১০ জন যুবককে গ্রেফতার করা হয়। আজ ধৃত ১০ জন যুবককে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বিষ্ণুপুর থানার তরফে। 


প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের ফলাফলের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং ঘটনা বহুলাংশে বৃদ্ধি হয়েছে। কয়েকদিন আগে মুর্শিদাবাদের সারগাছি কিংব হাওড়ার জগৎবল্লঙপুরে লোডশেডিংদের বিরুদ্ধে সরব হয়েছিলেন সেখানকার বাসিন্দারা। সারগাছিতে তো বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে তুমুল মারামারি হয় বিক্ষোভকারীদের। হাওড়াতে রাস্তায় টায়ার পুড়িয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তারপর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেই আন্দোলনের রেশ। অভিযোগ উত্তরোত্তর বিদ্যুতের বিলের পরিমাণ বাড়লে পরিষেবা ঠিকঠাক মিলছে না। গরমের মধ্যেই বারবার লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। 


আরও পড়ুন:Kolkata News: মোবাইল চুরির সন্দেহে ফের পিটিয়ে 'খুন' ! বউবাজারের পর এবার সল্টলেক