কলকাতা: হিন্দু ধর্মে যেমন ইতিবাচক শক্তিকে বিবেচনা করা হয়, তেমনি নেতিবাচক শক্তিকেও সমানভাবে বিবেচনা করা হয়। তাই, বাস্তুশাস্ত্রে এমন কিছু ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে, যা এই নেতিবাচক শক্তির খারাপ প্রভাব দূর করতে সাহায্য করে। যেমন লেবু লঙ্কার কৌশল। অনেকের বিশ্বাস এটি নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করে। তবে লেবু ও লঙ্কা সঠিকভাবে ব্যবহার করার নিয়মও বলে থাকা হয়।  


বাস্তুশাস্ত্রেও লেবু ও লঙ্কার ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়ি কিংবা দোকানের জন্য এটিকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এর জন্য একটি কালো সুতোয় লেবু দিয়ে তিন, পাঁচ বা সাতটি লঙ্কা বেঁধে রাখতে হবে। তবে মনে রাখবেন লেবু রাখা কখনই উপরের দিকে না হয়। লেবু সবসময় মাঝখানে বা নীচে রাখুন। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এগুলিকে শুধু কালো সুতোয় বাঁধতে হবে।


বাস্তুশাস্ত্র অনুসারে, লেবু লঙ্কা সবসময় মূল দরজার মাঝখানে ঝুলিয়ে রাখা উচিত যাতে পাশ দিয়ে যাওয়ার সময় লোকের চোখ পড়ে। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি থাকবে না। এছাড়াও পরিবারের সদস্যদের উপর অশুভ দৃষ্টির ছায়া পড়বে না।


লেবু ও লঙ্কা রাখার নিয়ম ও শুভ দিন


বাস্তুশাস্ত্রে শনিবার বা মঙ্গলবার লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখা শুভ বলে মনে করা হয়। এটি সকালে বা সন্ধ্যায় ঝুলানো যেতে পারে। বাস্তু বিশেষজ্ঞের মতে, অমাবস্যার দিনে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা অশুভ বলে মনে করা হয়। এর কারণে অশুভ শক্তির বসবাসও হতে পারে। একই সময়ে, নিজের হাতে লেবু এবং লঙ্কা ঝুলিয়ে রাখা ভাল বলে মনে করা হয়।


ধর্মীয় কারণ কিছু আছে? কী বলে বাস্তুশাস্ত্র? 


ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঘরে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখলে পরিবারের সদস্যদের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। লেবু টক এবং লঙ্কার ঝাঁঝ এবং যখন এই দুটি গুণ একত্রিত হয় তখন এটি খারাপ নজর এড়াতে সাহায্য করে।


আরও পড়ুন, শনির প্রবল প্রভাব রাশিচক্রে, বড়ঠাকুরের দৃষ্টিতে বাড়বে আয়, বিনিয়োগেও লক্ষ্মীলাভ



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে