হংসরাজ সিংহ, পুরুলিয়া: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের প্রধানের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। মঙ্গলবার দুপুরে পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লক অন্তর্গত তৃণমূল পরিচালিত চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে ঘটনাটি ঘটে।


কী ঘটেছিল?
এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপি নেতা ও কর্মীরা। অভিযোগ, তাঁরা মিছিল করে গ্রাম পঞ্চায়েতের দফতরে ঢুকতে চাইলে গেট আটকে দেয় পুলিশ। সেই সময়ই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজেপির এক প্রতিনিধিদল প্রধানের হাতে স্মারকলিপি তুলে দেন। বিজেপির দাবি, তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। সেই কারণে যোগ্য গৃহপ্রাপকরা বঞ্চিত হয়েছেন। তাই অবিলম্বে অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিয়ে যোগ্য ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করতে হবে। যদিও পঞ্চায়েত প্রধান বিজেপির দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বিষয়টি বিডিওকে জানিয়েছেন বলে পাল্টা দাবি করেন। গত কয়েক সপ্তাহ ধরে গোটা রাজ্যে আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ নতুন নয়। এই কখনও শাসক, কখনও আবার বিরোধী শিবিরের নেতামন্ত্রীদের নাম জড়িয়েছে এতে। আবার এই নিয়ে হুঁশিয়ারি দিতে গিয়ে বিতর্কে নাম জড়িয়েছে তালড্যাংরার বিধায়কের।


হালেই বিতর্ক...
আবাস-বিতর্কে বিডিও-কে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ৩১ ডিসেম্বর দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিও-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।' তালডাংরার বিধায়কের বক্তব্য সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক। বিজেপির কটাক্ষ, আবাস যোজনা নিয়ে বিরোধীদের দাবিকেই সিলমোহর দিয়েছেন শাসকদলের নেতা। ইতিমধ্য়েই নানা জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজ্য। কোথাও বামেদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, কোথাও বিজেপির অবস্থান-বিক্ষোভ। কোথাও বঞ্চনার অভিযোগ, কোথাও স্বজনপোষণের অভিযোগ, সমীক্ষায় বেনিয়ম করারও অভিযোগ উঠেছে। তা নিয়ে জেলায় জেলায় আছড়ে পড়ছে বিক্ষোভ। মুর্শিদাবাদের রানিনগর আর বর্ধমানের কালনায় পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসদকদল তৃণমূলের দিকে। পশ্চিম বর্ধমানের লাউদোহায়, তৃণমূল পরিচালিত জেমুয়া পঞ্চায়েতে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। এমন একটি পরিস্থিতিতে এদুর্নীতির জন্য ঘুরিয়ে আমলাদেরই কাঠগড়ায় তুলে অস্বস্তি বাড়ান বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। 


আরও পড়ুন:জামিনের শুনানিতে অনুব্রত মণ্ডলের 'কাঁটা' শিবঠাকুর, কী বললেন বিচারপতি?