ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি : রোদে পুড়ছে বঙ্গ। ৪১ ডিগ্রি পার করেছে লাল মাটির জেলা বীরভূমের (Birbhum) তাপমাত্রা। সেই গরমকেও ছাপিয়ে যাচ্ছে কেষ্ট-ভূমের রাজনৈতিক উত্তাপ। গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গ্রেফতার হওয়ার পর দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এই অবস্থায় কেষ্ট-ভূমে নজর বিজেপির (BJP)। পাল্টা গড়-রক্ষায় মরিয়া তৃণমূলও (TMC)। শুক্রবার চৈত্র সংক্রান্তিতে বীরভূমের সিউড়িতে সভা করবেন অমিত শাহ (Amit Shah)। এর এক দিন পর রবিবার ওই মাঠেই সভা করবেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এনিয়ে সপ্তাহান্তে উত্তাপ বাড়ছে বীরভূমের। 


সভার জন্য কী কী ব্যবস্থা


সিউড়ির (Siuri) বেণিমাধব হাইস্কুলের মাঠে শুক্রবার, দুপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। তার জন্য ৪২ ফুট লম্বা, ৩০ ফুট চওড়া এবং ১৫ ফুট উচ্চতার মঞ্চ তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তাবলয়। মঞ্চের একদম সামনে থাকবে NGS কম্যান্ডোরা। তারপর থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একদম শেষে থাকবেন রাজ্য পুলিশের কর্মীরা।


শাহি-সফরসূচি


শুক্রবার বেলা ১২টা ২০ নাগাদ দুর্গাপুর বিমানবন্দরে (Durgapore Airport) নামবে অমিত শাহর বিমান। এরপর হেলিকপ্টারে সিউড়িতে পৌঁছবেন তিনি। সিউড়ির সার্কিট হাউসে দুপুরের খাবার খেয়ে দুপুর ২টো ৫ নাগাদ বেণিমাধব হাইস্কুলের মাঠে পৌঁছবেন অমিত শাহ।


সিউড়ির সভা শেষে জেলা পার্টি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ। এরপর কলকাতায় ফিরে, রাতে নিউটাউনের একটি হোটেলে দলের কোর কমিটি ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরের দিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেবেন অমিত শাহ


প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে সভা শুরু হওয়ার পথে অমিত শাহ-র। জানা গিয়েছে এবছর বাংলায় ১২টি সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গত মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor)। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা, সূত্রের খবর। গত ফেব্রুয়ারি মাসে  রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্কুলে নিয়োগ দুর্নীতি, লোকায়ুক্ত নিয়োগ-সহ একাধিক বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। প্রায় ২ ঘণ্টা বৈঠক হয় তাঁদের মধ্যে।


আরও পড়ুন- পঞ্চায়েত ভোট জল্পনার মাঝেই জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন