BJP Bangla Bandh 2024: ভাটপাড়ায় গুলি কাণ্ডে বিস্ফোরক অর্জুন,' ৭০ মিটার দূরে ছিলেন ACP, পথ জুড়ে পৌরসভার জেটিং মেশিন, যাতে গাড়িটা দাঁড়িয়ে যায়..'
Arjun Singh On Bhatpara Shootout BJP Bangla Bandh 2024: ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিল পুলিশ , ভাটপাড়ায় গুলি কাণ্ডে বিস্ফোরক অর্জুন, খুললেন মুখ..
উত্তর ২৪ পরগনা : ১২ ঘণ্টার বাংলা বন্ধের মধ্যেই ভাটপাড়ায় গুলি, এলাকায় উত্তেজনা। এক ব্যক্তির কানে গুলি লেগেছে। ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পৌঁছেছেন অর্জুন সিংহ। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিল পুলিশ ! 'ACP ঘটনাস্থল থেকে ৭০ মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন। ক্রাইম অর্গানাইজ করেছেন ACP', বলেই দাবি অর্জুনের।
অর্জুন সিংহ বলেন, 'আমাদের একটা মিছিল বের করার কথা ছিল। তখন অ্যাংলো ইন্ডিয়া স্টাফ কোয়ার্টারের কাছে একটা রোডের উপরে, পৌরসভার জেটিং মেশিন এমন করে লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে গাড়িটা দাঁড়িয়ে যায়। সাত রাউন্ড গুলি চালিয়েছে। একটা গুলি এখনও লেগে আছে। আমাদের পার্টির পুরনো কর্মী, তাঁর বোম-গুলি দুটোই লেগেছে।.. গুলি লেগেছে দুজনের'
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধ ঘিরে উত্তেজনা। বিজেপি, তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা। পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় উত্তেজনা। পুলিশের সামনেই বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি। ব্যারাকপুর স্টেশনে বিজেপির রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে কার্যত ধাওয়া করে স্টেশন চত্বর থেকে বের করে দিল তৃণমূল। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশের। বিজেপির বনধ ঘিরে রামপুরহাটেও তুমুল উত্তেজনা। রেল অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের।
আরও পড়ুন,ব্যাহত রেল-বাস পরিষেবা, বিক্ষোভ-ভাঙচুর-আটক ! BJP-র বাংলা বনধে সর্বাত্মক প্রভাব জেলায়
মালদার ইংরেজবাজারেও বিজেপির বনধ ঘিরে উত্তেজনা। বিজেপির কর্মী সমর্থকদের সরাল রাস্তা থেকে সরাল পুুলিশ। শ্যামবাজার মেট্রো স্টেশনে শাটার নামানোর চেষ্টা, বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মেট্রো স্টেশনের শাটার খুলে দিল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের বেলদায় বিজেপির বনধ ঘিরে তুমুল উত্তেজনা। পথ অবরোধ করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাসের চাকার নীচে শুয়ে বিক্ষোভ। চ্যাংদোলা করে সরাল পুলিশ। আটক দুই বিজেপি নেতা। গড়ফায় রাস্তায় বিজেপি সমর্থকরা। সোনারপুর স্টেশনে রেল অবরোধ ঘিরে উত্তেজনা। বারাসাতের চাঁপাডালিতে বন্ধ সমর্থকদের 'দাদাগিরি', গাড়ি ভাঙচুর বিজেপির কর্মী-সমর্থকদের।
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।